নতুন অ্যপস ‘ইভেন্টস’ ফেসবুকে

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৬, ০৯:৪৭ পিএম
নতুন অ্যপস ‘ইভেন্টস’ ফেসবুকে

‘ইভেন্টস’ নামে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। এর মাধ্যমে আশপাশের বিভিন্ন ইভেন্টের খোঁজ পাওয়া যাবে।

অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা মূলত একটি ক্যালেন্ডার ভিউয়ে আশপাশের ইভেন্টগুলোর ব্যাপারে তথ্য পাবেন। এটিকে সংযুক্ত করা যাবে জিমেইল বা আউটলুকের মতো অন্যান্য ক্যালেন্ডারেও।

ফেসবুকের হিসেবে, প্রতিদিন ১০ কোটির বেশি মানুষ ইভেন্টস ফিচারটি ব্যবহার করেন। প্রতিষ্ঠানটির আশা তারা এখন এই অ্যাপটি ব্যবহার করবে।

শিগগিরই অ্যাপটির অনলাইন সংস্করণ উন্মোচন করা হবে বলেও জানিয়েছে ফেসবুক।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!