৬জিবি র‌্যামের ফোন নিয়ে এলো শাওমি

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৭, ০৬:১১ পিএম
৬জিবি র‌্যামের ফোন নিয়ে এলো শাওমি

ঢাকা: ৬জিবি র‌্যামের ফোন নতুন একটি ফ্লাগশিপ ফোন বাজারে আনছে শাওমি। চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের ফোনটির মডেল শাওমি মি ৬। চীনের ওয়েবসাইট টেকওয়েব শাওমির নতুন ফোনের তথ্য প্রকাশ করেছে। ফোনটি ২০১৭ সালের শুরুর দিকে বাজারে আসার কথা রয়েছে।

টেকওয়েবের প্রকাশিত তথ্য মতে, দুইটি ভার্সনে পাওয়া যাবে মি৬। একটি হবে ফ্লাট স্ক্রিনের। অন্যটি হবে ডুয়েল কার্ভড স্ক্রিনের। এদের মডেলও হবে ভিন্ন ভিন্ন। একটির মডেল মি ৬। অন্যটি মি ৬ প্রো।

মি ৬ ফোনটি হবে ৪ জিবি র‌্যামের। এতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে। অন্যদিকে মি ৬ প্রো হবে ২৫৬ জিবির। এর র‌্যাম ৬ জিবির। মি৬ ফোনটিতে ফিজিক্যাল হোম বাটন থাকবে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে।

ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেন্সর ব্যবহৃত হবে। ফোনটিতে আরও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। এই ফোনটির ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে কুইক চার্জ ৪.০ সমর্থন করবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!