বিশ্বের সবচেয়ে বড় আকাশযান এয়ারল্যান্ডার টেন

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৮, ০৭:১৮ পিএম
বিশ্বের সবচেয়ে বড় আকাশযান এয়ারল্যান্ডার টেন

ঢাকা : বিশ্বের সবচেয়ে বড় আকাশযান এয়ারল্যান্ডার টেন। দানবাকার এই যানে থাকবে বিলাসী ভ্রমণের সব আয়োজন। নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকেলস-শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিলাসবহুল কেবিন, বেডরুম, জানালা- সবই থাকছে এয়ারল্যান্ডার টেন-এ। আকাশযানের ভেতর এসব জুড়ে দিয়েছে যুক্তরাজ্যের ইন্টেরিওর ডিজাইন প্রতিষ্ঠান- ডিসাইন কিউ। ফার্নবোরো আন্তর্জাতিক এয়ারশোতে দেখানো হলো এমন সব সুবিধা।

বিলাসী হাইব্রিড এয়ারশিপে একসঙ্গে চড়তে পারবেন মাত্র ১৯ যাত্রী। সঙ্গে থাকবেন কয়েকজন ক্রু। তবে ভ্রমণ খরচ কত পড়বে তা এখনো প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।

হাইব্রিড এয়ার ভেহিক্যালসের নির্বাহী পরিচালক টম গ্রান্ডি বলেন, "বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। সবই আছে এতে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পাবেন যাত্রীরা। অবিশ্বাস্য হলেও সত্যি, আকাশযানটিতে বিলাসী অভিজ্ঞতা পাবেন তারা।"

বছর দুয়েক আগে, প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয় এই যানের। দ্বিতীয় উড্ডয়নের সময়, দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। তবে এয়ারল্যান্ডার টেন এখন নিরাপদ যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত।

হাইব্রিড এয়ার ভেহিক্যালসের নির্বাহী পরিচালক টম গ্রান্ডি বলেন, পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে। এয়ারল্যান্ডার টেনকে উন্নত করার মাধ্যমে অনন্য কিছু ধারণা পেয়েছি। তাই আমরা এখন বাণিজ্যিক উৎপাদনের দিকে এগুচ্ছি।

বিশালাকার আকাশযানটির নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস। নির্মাণে সময় লেগেছে প্রায় ৯ বছর। এটি ৬ কিলোমিটার উঁচুতে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

৩০২ ফুট দৈর্ঘ্যের আকাশযানটি, একাধারে উড়োজাহাজ, এয়ারশিপ ও হেলিকপ্টারের মতো কাজ করতে পারে। স্থল-পানি, বরফ- যে কোনো জায়গাতেই অবতরণ করতে পারবে এয়ারল্যান্ডার টেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Link copied!