২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৪৬ পিএম
২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা

ফাইল ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। অনুষ্ঠানে অংশ নেন ফুটবল ইতিহাসের একাধিক কিংবদন্তি। ১৯৩০ সালে মাত্র ১৩ দল নিয়ে যাত্রা করা বিশ্বকাপ আজ ৪৮ দল নিয়ে তার ইতিহাসের সবচেয়ে বড় আসরে রূপ নিতে চলেছে।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের এই মহারণ। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

১৬ শহরে ফুটবলের উৎসব

যুক্তরাষ্ট্রের আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল; মেক্সিকোর গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মন্টেরেই; এবং কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার-এই ১৬ ভেন্যুতে বিস্তৃত থাকবে বিশ্বকাপ মহোৎসব।

মেক্সিকো-দ.আফ্রিকা ম্যাচে পর্দা উঠবে

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। একই দিন রাতে গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ইউরোপীয় প্লে-অফ জয়ী দলের।

গ্রুপ পর্বের সূচি
তারিখ    ম্যাচ    ভেন্যু    বাংলাদেশ সময়
জুন ১১    গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা    মেক্সিকো সিটি    রাত ১টা
জুন ১২    গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–উয়েফা প্লে অফ ডি    গুয়াদালহারা    সকাল ৮টা
জুন ১২    গ্রুপ ‘বি’: কানাডা–উয়েফা প্লে অফ এ    টরন্টো    রাত ১টা
জুন ১৩    গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে    লস অ্যাঞ্জেলেস    ভোর ৭টা
জুন ১৩    গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া–উয়েফা প্লে অফ সি    ভ্যাঙ্কুভার    সকাল ১০টা
জুন ১৩    গ্রুপ ‘বি’: কাতার–সুইজারল্যান্ড    সান ফ্রান্সিসকো    রাত ১টা
জুন ১৪    গ্রুপ ‘সি’: ব্রাজিল–মরক্কো    নিউইয়র্ক–নিউজার্সি    ভোর ৪টা
জুন ১৪    গ্রুপ ‘সি’: হাইতি–স্কটল্যান্ড    বোস্টন    সকাল ৭টা
জুন ১৪    গ্রুপ ‘ই’: জার্মানি–কুরাসাও    হিউস্টন    রাত ১১টা
জুন ১৪    গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–জাপান    ডালাস    রাত ২টা
জুন ১৫    গ্রুপ ‘ই’: আইভরিকোস্ট–ইকুয়েডর    ফিলাডেলফিয়া    ভোর ৫টা
জুন ১৫    গ্রুপ ‘এফ’: উয়েফা প্লে অফ বি–তিউনিসিয়া    মন্তেরেই    সকাল ৮টা
জুন ১৫    গ্রুপ ‘এইচ’: স্পেন–কেপ ভার্দে    আটলান্টা    রাত ১০টা
জুন ১৫    গ্রুপ ‘জি’: বেলজিয়াম–মিসর    সিয়াটল    রাত ১টা
জুন ১৬    গ্রুপ ‘এইচ’: সৌদি আরব–উরুগুয়ে    মায়ামি    ভোর ৪টা
জুন ১৬    গ্রুপ ‘জি’: ইরান–নিউজিল্যান্ড    লস অ্যাঞ্জেলেস    সকাল ৭টা
জুন ১৬    গ্রুপ ‘জে’: অস্ট্রিয়া–জর্ডান    সান ফ্রান্সিসকো    সকাল ১০টা
জুন ১৬    গ্রুপ ‘আই’: ফ্রান্স–সেনেগাল    নিউইয়র্ক–নিউজার্সি    রাত ১টা
জুন ১৭    গ্রুপ ‘আই’: ফিফা প্লে অফ ২–নরওয়ে    বোস্টন    ভোর ৪টা
জুন ১৭    গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–আলজেরিয়া    কানসাস সিটি    সকাল ৭টা
জুন ১৭    গ্রুপ ‘কে’: পর্তুগাল–ফিফা প্লে অফ ১    হিউস্টন    রাত ১১টা
জুন ১৭    গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ক্রোয়েশিয়া    ডালাস    রাত ২টা
জুন ১৮    গ্রুপ ‘এল’: ঘানা–পানামা    টরন্টো    ভোর ৫টা
জুন ১৮    গ্রুপ ‘কে’: উজবেকিস্তান–কলম্বিয়া    মেক্সিকো সিটি    সকাল ৮টা
জুন ১৮    গ্রুপ ‘এ’: উয়েফা প্লে অফ ডি–দক্ষিণ আফ্রিকা    আটলান্টা    রাত ১০টা
জুন ১৮    গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড–উয়েফা প্লে অফ এ    লস অ্যাঞ্জেলেস    রাত ১টা
জুন ১৯    গ্রুপ ‘বি’: কানাডা–কাতার    ভ্যাঙ্কুভার    ভোর ৪টা
জুন ১৯    গ্রুপ ‘এ’: মেক্সিকো–দক্ষিণ কোরিয়া    গুয়াদালহারা    সকাল ৭টা
জুন ১৯    গ্রুপ ‘ডি’: উয়েফা প্লে অফ সি–প্যারাগুয়ে    সান ফ্রান্সিসকো    সকাল ১০টা
জুন ১৯    গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া    সিয়াটল    রাত ১টা
জুন ২০    গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–মরক্কো    বোস্টন    ভোর ৪টা
জুন ২০    গ্রুপ ‘সি’: ব্রাজিল–হাইতি    ফিলাডেলফিয়া    সকাল ৭টা
জুন ২০    গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–জাপান    মন্তেরেই    সকাল ১০টা
জুন ২০    গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস–উয়েফা প্লে অফ বি    হিউস্টন    রাত ১১টা
জুন ২০    গ্রুপ ‘ই’: জার্মানি–আইভরিকোস্ট    টরন্টো    রাত ২টা
জুন ২১    গ্রুপ ‘ই’: ইকুয়েডর–কুরাসাও    কানসাস সিটি    ভোর ৬টা
জুন ২১    গ্রুপ ‘এইচ’: স্পেন–সৌদি আরব    আটলান্টা    রাত ১০টা
জুন ২১    গ্রুপ ‘জি’: বেলজিয়াম–ইরান    লস অ্যাঞ্জেলেস    রাত ১টা
জুন ২২    গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–কেপ ভার্দে    মায়ামি    ভোর ৪টা
জুন ২২    গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–মিসর    ভ্যাঙ্কুভার    সকাল ৭টা
জুন ২২    গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা–অস্ট্রিয়া    ডালাস    রাত ১১টা
জুন ২২    গ্রুপ ‘আই’: ফ্রান্স–ফিফা প্লে অফ ২    ফিলাডেলফিয়া    রাত ৩টা
জুন ২৩    গ্রুপ ‘আই’: নরওয়ে–সেনেগাল    নিউইয়র্ক–নিউজার্সি    সকাল ৬টা
জুন ২৩    গ্রুপ ‘জে’: জর্ডান–আলজেরিয়া    সান ফ্রান্সিসকো    সকাল ৯টা
জুন ২৩    গ্রুপ ‘কে’: পর্তুগাল–উজবেকিস্তান    হিউস্টন    রাত ১১টা
জুন ২৩    গ্রুপ ‘এল’: ইংল্যান্ড–ঘানা    বোস্টন    রাত ২টা
জুন ২৪    গ্রুপ ‘এল’: পানামা–ক্রোয়েশিয়া    টরন্টো    ভোর ৫টা
জুন ২৪    গ্রুপ ‘কে’: কলম্বিয়া–ফিফা প্লে অফ ১    গুয়াদালাহারা    সকাল ৮টা
জুন ২৪    গ্রুপ ‘বি’: কানাডা–সুইজারল্যান্ড    ভ্যাঙ্কুভার    রাত ১ট
জুন ২৪    গ্রুপ ‘বি’: উয়েফা প্লে অফ এ–কাতার    সিয়াটল    রাত ১টা
জুন ২৫    গ্রুপ ‘সি’: স্কটল্যান্ড–ব্রাজিল    মায়ামি    ভোর ৪টা
জুন ২৫    গ্রুপ ‘সি’: মরক্কো–হাইতি    আটলান্টা    ভোর ৪টা
জুন ২৫    গ্রুপ ‘এ’: মেক্সিকো–উয়েফা প্লে অফ ডি    মেক্সিকো সিটি    সকাল ৭টা
জুন ২৫    গ্রুপ ‘এ’: দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা    মন্তেরেই    সকাল ৭টা
জুন ২৫    গ্রুপ ‘ই’: ইকুয়েডর–জার্মানি    নিউইয়র্ক–নিউজার্সি    রাত ২
জুন ২৫    গ্রুপ ‘ই’: কুরাসাও–আইভরিকোস্ট    ফিলাডেলফিয়া    রাত ২টা
জুন ২৬    গ্রুপ ‘এফ’: জাপান–উয়েফা প্লে অফ বি    ডালাস    ভোর ৫টা
জুন ২৬    গ্রুপ ‘এফ’: তিউনিসিয়া–নেদারল্যান্ডস    কানসাস সিটি    ভোর ৫টা
জুন ২৬    গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র–উয়েফা প্লে অফ সি    লস অ্যাঞ্জেলেস    সকাল ৮টা
জুন ২৬    গ্রুপ ‘ডি’: প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া    সান ফ্রান্সিসকো    সকাল ৮টা
জুন ২৬    গ্রুপ ‘আই’: নরওয়ে–ফ্রান্স    বোস্টন    রাত ১টা
জুন ২৬    গ্রুপ ‘আই’: সেনেগাল–ফিফা প্লে অফ ২    টরন্টো    রাত ১টা
জুন ২৭    গ্রুপ ‘এইচ’: উরুগুয়ে–স্পেন    গুয়াদালাহারা    সকাল ৬টা
জুন ২৭    গ্রুপ ‘এইচ’: কেপ ভার্দে–সৌদি আরব    হিউস্টন    সকাল ৬টা
জুন ২৭    গ্রুপ ‘জি’: নিউজিল্যান্ড–বেলজিয়াম    ভ্যাঙ্কুভার    সকাল ৯টা
জুন ২৭    গ্রুপ ‘জি’: মিসর–ইরান    সিয়াটল    সকাল ৯টা
জুন ২৭    গ্রুপ ‘এল’: পানামা–ইংল্যান্ড    নিউইয়র্ক–নিউজার্সি    রাত ৩টা
জুন ২৭    গ্রুপ ‘এল’: ক্রোয়েশিয়া–ঘানা    ফিলাডেলফিয়া    রাত ৩টা
জুন ২৮    গ্রুপ ‘কে’: কলম্বিয়া–পর্তুগাল    মায়ামি    ভোর ৫–৩০ মি.
জুন ২৮    গ্রুপ ‘কে’: ফিফা প্লে অফ ১–উজবেকিস্তান    আটলান্টা    ভোর ৫–৩০ মি.
জুন ২৮    গ্রুপ ‘জে’: জর্ডান–আর্জেন্টিনা    ডালাস    সকাল ৮টা
জুন ২৮    গ্রুপ ‘জে’: আলজেরিয়া–অস্ট্রিয়া    কানসাস সিটি    সকাল ৮টা
দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)

২৮ জুন    ম্যাচ ৭৩    এ ২–বি২    লস অ্যাঞ্জেলেস    রাত ৩টা
২৯ জুন    ম্যাচ ৭৬    সি১–এফ    হিউস্টন    রাত ১১টা
২৯ জুন    ম্যাচ ৭৪    ই১–এ/বি/সি/ডি/এফ–৩    বোস্টন    রাত ২–৩০ মি.
৩০ জুন    ম্যাচ ৭৫    এফ১–সি২    মন্তেরেই    সকাল ৭টা
৩০ জুন    ম্যাচ ৭৮    ই২–আই২    ডালাস    রাত ১১টা
৩০ জুন    ম্যাচ ৭৭    আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩    নিউইয়র্ক–নিউজার্সি    রাত ৩টা
১ জুলাই    ম্যাচ ৭৯    এ১–সি/ই/এফ/এইচ/আই–৩    মেক্সিকো সিটি    সকাল ৭টা
১ জুলাই    ম্যাচ ৮০    এল১–ই/এফ/এইচ/আই/জে/কে–৩    আটলান্টা    রাত ১০টা
১ জুলাই    ম্যাচ ৮২    জি১–এ/ই/এইচ/আই/জে–৩    সিয়াটল    রাত ২টা
২ জুলাই    ম্যাচ ৮১    ডি১–বি/ই/এফ/আই/জে–৩    সান ফ্রান্সিসকো    সকাল ৬টা
২ জুলাই    ম্যাচ ৮৪    এইচ১–জে২    লস অ্যাঞ্জেলেস    রাত ১টা
৩ জুলাই    ম্যাচ ৮৩    কে২–এল২    টরন্টো    ভোর ৫টা
৩ জুলাই    ম্যাচ ৮৫    বি১–ই/এফ/জি/আই/জে–৩    ভ্যাঙ্কুভার    সকাল ৯টা
৩ জুলাই    ম্যাচ ৮৮    ডি২–জি২    ডালাস    রাত ১২টা
৪ জুলাই    ম্যাচ ৮৬    জে১–এইচ২    মায়ামি    ভোর ৪টা
৪ জুলাই    ম্যাচ ৮৭    কে১–ডি/ই/আই/জে/এল–৩    কানসাস    সকাল ৭–৩০ মি.
শেষ ১৬, শেষ ৮, সেমিফাইনাল ও ফাইনালের সূচি
তৃতীয় রাউন্ড (শেষ ১৬)                    
৪ জুলাই    ম্যাচ ৯০    জয়ী ম্যাচ ৭৩–জয়ী ম্যাচ ৭৫    হিউস্টন    রাত ১১টা
৪ জুলাই    ম্যাচ ৮৯    জয়ী ম্যাচ ৭৮–জয়ী ম্যাচ ৭৭    ফিলাডেলফিয়া    রাত ৩টা
৫ জুলাই    ম্যাচ ৯১    জয়ী ম্যাচ ৭৬–জয়ী ম্যাচ ৭৮    নিউইয়র্ক/নিউজার্সি    রাত ২টা
৬ জুলাই    ম্যাচ ৯২    জয়ী ম্যাচ ৭৯–জয়ী ম্যাচ ৮০    মেক্সিকো সিটি    সকাল ৬টা
৬ জুলাই    ম্যাচ ৯৩    জয়ী ম্যাচ ৮৩–জয়ী ম্যাচ ৮৪    ডালাস    রাত ১টা
৭ জুলাই    ম্যাচ ৯৪    জয়ী ম্যাচ ৮১–জয়ী ম্যাচ ৮২    সিয়াটল    সকাল ৬টা
৭ জুলাই    ম্যাচ ৯৫    জয়ী ম্যাচ ৮৬–জয়ী ম্যাচ ৮৮    আটলান্টা    রাত ১০টা
৭ জুলাই    ম্যাচ ৯৬    জয়ী ম্যাচ ৮৫–জয়ী ম্যাচ ৮৭    ভ্যাঙ্কুভার    রাত ২টা
                                     
কোয়ার্টার ফাইনাল                    
৯ জুলাই    ম্যাচ ৯৭    জয়ী ম্যাচ ৮৯–জয়ী ম্যাচ ৯০    বোস্টন    রাত ২টা
১০ জুলাই    ম্যাচ ৯৮    জয়ী ম্যাচ ৯৩–জয়ী ম্যাচ ৯৪    লস অ্যাঞ্জেলেস    রাত ১১টা
১১ জুলাই    ম্যাচ ৯৯    জয়ী ম্যাচ ৯১–জয়ী ম্যাচ ৯২    মায়ামি    রাত ৩টা
১২ জুলাই    ম্যাচ ১০০    জয়ী ম্যাচ ৯৫–জয়ী ম্যাচ ৯৬    কানসাস    সকাল ৭টা
                     
সেমিফাইনাল                    
১৪ জুলাই    ম্যাচ ১০১    জয়ী ম্যাচ ৯৭–জয়ী ম্যাচ ৯৮    ডালাস    রাত ১টা
১৫ জুলাই    ম্যাচ ১০২    জয়ী ম্যাচ ৯৯–জয়ী ম্যাচ ১০০    আটলান্টা    রাত ১টা
                     
তৃতীয় স্থান নির্ধারণী                    
১৮ জুলাই    তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ    মায়ামি    রাত ৩টা     
                     
ফাইনাল                    
১৯ জুলাই    ফাইনাল    নিউইয়র্ক-নিউজার্সি    রাত ১টা

Link copied!