বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৫৭ পিএম
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ-ভারত  সংকটময় পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে। 

প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি লিখেছে, বাংলাদেশের ম্যাচের জন্য টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে, ম্যাচগুলো আয়োজনে পুরোপুরি প্রস্তুত পিসিবি।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা লিটন কুমার দাসদের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাঁহাতি পেসারকে পরে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্সও।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

সেখানেই শেষ নয়, সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।

সমাধান খুঁজতে রোববার নাকি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এসবের মাঝে এবার এলো বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পাকিস্তানের আগ্রহ দেখানোর খবর।

পিএস

Link copied!