ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আসন্ন-টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দল ঘোষণার সুপারিশ করে চিঠি দিয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।
ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটের বিষয়ে (ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে) আমরা আইসিসিকে দুটি চিঠি দিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। যেখানে তিনটি বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ১. দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি। ২. সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করা। ৩. ভারতের নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।’
অর্থ্যাৎ, ক্রীড়া উপদেষ্টার দেয়া তথ্যমতে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে যে শঙ্কার কথা বিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, সেটাকেই আক্ষরিক অর্থে স্বীকার করে নিয়েছে আইসিসি। বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার মোস্তাফিজকে নিয়ে খেলতে গেলে নিরাপত্তা বিঘ্নিত হবে।
আবার বাংলাদেশের সমর্থকরা নিজ দেশের জার্সি পরে যদি ঘোরাফেরা করে, গ্যারারিতে যায়, তাহলে তারা আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হবে। তারওপর, বাংলাদেশের জাতীয় নির্বাচনও ভারতের মাটিতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তার জন্য বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’
পিএস
আপনার মতামত লিখুন :