মাহমুদউল্লাহর উপহার পেয়ে মহাখুশি ইরফান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ১১:২৩ এএম
মাহমুদউল্লাহর উপহার পেয়ে মহাখুশি ইরফান

ঢাকা:  ইডেন গার্ডেন্সে শুক্রবার শুরু হতে চলেছে ঐতিহাসিক টেস্ট। তার আগে জোরকদমে অনুশীলন চলছে বাংলাদেশ দলের। কারণ ইন্দোরে বিশ্রি হারের পর এই টেস্ট মুমিনুলদের জন্য ঘুরে দাঁড়ানোর।  তারওপর এই ম্যাচে স্বয়ং স্টেডিয়ামে হাজির থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছে বাংলাদেশ। ইন্দোরে থেকে বল পানিতে চুবিয়ে অনুশীলন করেছে বাংলাদেশের বোলাররা। যাতে রাতের বেলায় শিশিরে বল ভিজে গেলেও অসুবিধে না হয়।

ইডেনেও অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।  বুধবার এক নেট বোলারকে তিনি গ্লাভস উপহার দিয়েছেন।  বরাহনগরের তরুণ পেসার সৈয়দ ইরফান আফতাবের ইনসুইং বুঝতে না পেরে ব্যাট ও পায়ের ফাঁক দিয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ। নেটের ভিতরেই তাঁকে ডেকে নাম জিজ্ঞাসা করেন অভিজ্ঞ অলরাউন্ডার।  বোলারের গতি ও সুইংয়ে মুগ্ধ মাহমুদউল্লাহ খেলার সরঞ্জাম রাখার ব্যাগ থেকে গ্লাভস বের করে তরুণ পেসার ইরফানের হাতে দেন।  তরুণ পেসারের কথায়, ‘আগেও নেট বোলার হিসেবে বল করতে এসে অনেক ব্যাটসম্যানকে আউট করেছি।  কখনও এ রকম উপহার পাইনি।’

ছন্দে না থাকার জন্য প্রথম টেস্টে মোস্তাফিজুর রহমানকে খেলায়নি বাংলাদেশ। কিন্তু ইডেনের গতিময় পিচ ও গোলাপি বল তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে। গঙ্গার দিক থেকে আসা হাওয়া ও ঘাসে ভরা উইকেটের সাহায্য যদি এ ম্যাচেও তিনি তুলতে না পারেন, তা হলে বাংলাদেশ ক্রিকেট দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। মোস্তাফিজের সঙ্গেই নেটে ভয়ঙ্কর দেখিয়েছে আল আমিন হোসেনকে। অধিনায়ক মুমিনুল হক তাঁর বিরুদ্ধে একাধিক বার পরাস্ত হন। সমস্যায় পড়েছেন মুশফিকুর রহিমও। যা খবর, মোস্তাফিজের সঙ্গে আল আমিনকেও খেলানো হতে পারে। তৃতীয় পেসার হয়তো আবু জায়েদ।

এ বারও কি দুই স্পিনারে ভরসা রাখবে বাংলাদেশ? না কি তিন পেসার, এক স্পিনার ও এক জন অতিরিক্ত ব্যাটসম্যানের ওপর ভরসা রাখবেন মুমিনুল? স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি সাংবাদিকদের বলছিলেন, ‘দল নির্বাচনের দায়িত্ব কোচ ও অধিনায়কের। তবে গোলাপি বলেও কিন্তু স্পিনাররা সাহায্য পেতে পারে।’ যোগ করেন, ‘যে কোনও ম্যাচেই কোনও না কোনও সময় স্পিনারদের কাজে লাগে। দিনরাতের টেস্টেও ওদের ম্যাচের বাইরে রাখা যাবে না।’

সোনালীনিউজ/আরআইবি/এএস

Link copied!