রাজশাহীর নেতৃত্বে আন্দ্রে রাসেল, কুমিল্লার শানাকা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৫:৪৭ পিএম
রাজশাহীর নেতৃত্বে আন্দ্রে রাসেল, কুমিল্লার শানাকা

ঢাকা : এবারের বিপিএল হতে যাচ্ছে বিশেষ এক টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে এই টুর্নামেন্ট উৎসর্গ করা হয়েছে। তাই তার নামেই হচ্ছে এবারের বিপিএল। পুরো টুর্নামেন্টের দেখভাল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল মাঠে গড়ানোর একদিন আগে জানা গেল রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার্সের অধিনায়কের নাম। লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে নিজেদের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জার্সি উন্মোচন করে রাজশাহী রয়্যালস জানিয়েছে, আন্দ্রে রাসেল হচ্ছেন রাজশাহীর অধিনায়ক। এর আগে গুঞ্জন উঠেছিল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক হবেন দলটির অধিনায়ক। আর সিলেট থান্ডার্স বেছে নিয়েছে দেশের ছেলে মোসাদ্দেক হোসেনকে।

কুমিল্লা ওয়ারিয়র্স

দেশি : সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি।

বিদেশি: কুশল পেরেরা, মুজিব-উর-রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক)।

রাজশাহী রয়্যালস

দেশি: লিটন দাস , আফিফ হোসেন, আবু জায়েদ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক)।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!