আইপিএলের দলগুলোকে দুই ভাগ করে অভিনব এক ম্যাচ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৯:১০ পিএম
আইপিএলের দলগুলোকে দুই ভাগ করে অভিনব এক ম্যাচ

ঢাকা: আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল লিগ কমিটি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। আইপিএলের এবারের মৌসুম মাঠে গড়াবে ২৯ মার্চ। তার আগে ২৬ মার্চ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। যে ম্যাচে আইপিএলের আট দলকে দুই ভাগ করে দুটি দল বানানো হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে একটি দল। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে তৈরি হবে আরও একটি দল।

একটি দলের একাদশে দেখা যাবে স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল, লোকেশ রাহুল, ক্রিস গেইলদের। অন্য দলে থাকবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রশিদ খান, কেন উইলিয়ামসরা। কি দারুণ এক ম্যাচ হবে! আইপিএল শুরুর তিন দিন আগে এই দু’টি দল লড়বে।

তবে ম্যাচের ভেন্যু কোথায় হবে, সেটি এখনও ঠিক হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা।

সোনালীনিউজ/এইচএন

Link copied!