রমজানেই করোনামুক্ত হবে বিশ্ব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৬:২৯ পিএম
রমজানেই করোনামুক্ত হবে বিশ্ব

ঢাকা : মহামারী করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে আছে জনজীবন। শুক্রবার (২৪ এপ্রিল) এর মাঝেই শুরু হয়ে মাহে রমজান। মুসলিম বিশ্ব এক অন্যরকম মুহূর্তের সামনে দাঁড়িয়ে। নিষেধাজ্ঞা রয়েছে মসজিদে নামাজ ও তারাবি আদায়ের উপর। এমন অবস্থায় স্বস্তিতে নেই মুসলিম উম্মাহ। এভাবে কতদিন চলতে থাকবে সেটিরও কোনও নির্দিষ্টতা নেই।

তবে বাংলাদেশ দলের অল-রাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, খুব শিগ্রই কেটে যাবে এই অন্ধকার। সাকিবের মতে, পবিত্র রমজান মাসেই করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করবে পৃথিবী।

ফেসবুকে তার ফ্যান পেজে সাকিব লিখেছেন, সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারীর। এই মহামারীর প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।

করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। এতে এখন পর্যন্ত ২৭ লাখ ৮০ হাজারের মতো আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ১ লাখ ৯১ হাজার ৮০৬ জন।

সোনালীনিউজ/এএস

Link copied!