করোনামুক্ত হলেন নাফিস ইকবাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০২:৩৬ পিএম
করোনামুক্ত হলেন নাফিস ইকবাল

ঢাকা: করোনা ভাইরাস থেকে পরোপুরি সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবার। গত ১৩ জুন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন নাফিস, তার মা, দুই সন্তান ও গৃহকর্মী। 

টাইগার ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল নিজেই করোনা মুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্তের পর বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হয়েছেন পরিবারের সবাই। 

এর আগে করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনিও বর্তমানে সুস্থ আছেন। তবে করোনা থেকে মু্ক্ত হয়েছেন কিনা সেটা জানা যায়নি। আবারও পরীক্ষার পর তা জানা যাবে।

সোনালীনিউজ/টিআই

Link copied!