দ্বিতীয় করোনা টেস্টেও পজেটিভ সাইফ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০২:৩৫ পিএম
দ্বিতীয় করোনা টেস্টেও পজেটিভ সাইফ

সাইফ হাসান-ছবি সংগৃহীত

ঢাকা : বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকার সম্ভাবনা ছিল সাইফ হাসানের। ক্রিকেটার ও স্টাফদের ধাপে ধাপে করোনা টেস্ট করানো হলে ডান-হাতি এই ব্যাটসম্যান পজেটিভ হন। জাতীয় দলের ট্রেনার নিক লিসহ আরও পাঁচ স্টাফও করোনা পজেটিভ হয়েছিলেন। তারা সবাই করোনা মুক্ত হলেও দ্বিতীয়বার পরীক্ষা করলে এখনও করোনা মুক্ত হননি সাইফ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, আইসোলেশনে থাকা সাইফ সুস্থই রয়েছেন। তবে এখনও কোভিড-নাইনটিন পজেটিভ।

তরুণ এই ব্যাটসম্যান করোনা পজেটিভ হওয়ায় পর থেকে বিসিবির মেডিকেল ইউনিটের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তাই লঙ্কা সফরে ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি তিনি।

আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা টাইগারদের। যদিও সফরটি এখনও অনিশ্চিত। দুই বোর্ডের মধ্যে শর্ত মানা আর না মানা নিয়ে চলছে চিঠি চালাচালি।

সোনালীনিউজ/এএস

Link copied!