রেকর্ড গড়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৫:৫১ পিএম
রেকর্ড গড়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

ঢাকা: ১৭৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৪৮ বলে তাদের প্রয়োজন ছিল ১০৪ রানের। জিম্বাবুয়ে জিতে গেছে ৫ বল হাতে রেখেই। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে ১৪১ রান তাড়া করতে গিয়ে ৭ রানে হারে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। 

স্কটল্যান্ডের এডিনবার্গে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রান সংগ্রহ করে কাইল কোয়েটজারের দল। রিচি বেরিন্টন ও কলাম ম্যাকলডের দুর্দান্ত পার্টনারশিপে এতো বড় সংগ্রহ পায় স্কটিশরা। টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ে এর আগে এতো বড় লক্ষ্য তাড়া করতে পারেনি। সর্বোচ্চ ১৭২ রান তাড়া করে ম্যাচ জিতে ছিল তারা। 

বিশাল এ লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। ১২ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান। শেষ ৪৮ বলে প্রয়োজন ১০৪ রান হাতে রয়েছে ৭ উইকেট। ম্যাচ জিতলে হলে গড়তে হবে ইতিহাস।

মিল্টন সুম্বার ঝড়ো ২৯ বলে ৬৬রানের ইনিংসে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জয় লাভ করে জিম্বাবুয়ে। তার দুর্দান্ত এই ইনিংসে ছিল ৬টি ছয় ও দুটি চার। সুম্বার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
 
সোনালীনিউজ/এআর

Link copied!