শ্বশুর হারালেন নাজমুল হাসান পাপন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০১:১৮ পিএম
শ্বশুর হারালেন নাজমুল হাসান পাপন

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর হাশেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেনন হাশেম আলী। 

সোমবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্বশুর হাসেম আলী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এদিকে বিসিবি দুবারের সভাপতি নাজমুল হাসান পাপন তৃতীয় মেয়াদের জন্য নির্বাচন করতে যাচ্ছেন ৬ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে দুঃসংবাদ শুনতে হলো তাকে।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হাসেম আলী। তার মৃত্যুতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয় “বিসিবি সভাপতি নাজমুল হাসানের শ্বশুর হাশেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেনন হাশেম আলী। বিসিবি হাসেম আলীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে।”

এবারও বিসিবি নির্বাচনে লড়ছেন নাজমুল হাসান। বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বোর্ড পরিচালনা পরিষদের নির্বাচন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!