সুপার টুয়েলভে যেতে বাংলাদেশকে আজ যা করতে হবে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৩:১২ পিএম
সুপার টুয়েলভে যেতে বাংলাদেশকে আজ যা করতে হবে

ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণ জটিলতায় রুপ নিয়েছে। বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সে চিন্তা মাথায় নিয়েই আজই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত দাপট দেখানো স্বাগতিক ওমানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায় নামবেন মাহমুদউল্লাহ-সাকিবেরা।

তাহলে এক নজরে দেখে নিন আজকের ম্যাচকে ঘিরে কী কী সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য....

প্রথম ম্যাচ জিতে ওমান ও স্কটল্যান্ড দুই দলই ২ পয়েন্ট পেয়েছে। তবে শ্রেয়তর রানরেট (+৩.১৩৫) নিয়ে শীর্ষে আছে ওমান। ওদিকে (+০.৩ রানরেট) দুইয়ে আছে স্কটল্যান্ড।  (-০.৩) রানরেট নিয়ে তিনে আছে বাংলাদেশ। আর নেট রানরেটে অনেক পিছিয়ে থাকা (-৩.১৩৫) পাপুয়া নিউগিনি আছে চারে।

আজ দিনের প্রথম ম্যাচ মুখোমুখি হবে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। সে ম্যাচের ফলের ওপরই অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে। সে ম্যাচে স্কটল্যান্ড যদি জিতে যায়, সে ক্ষেত্রে নিজেদের ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া কোনো গতি নেই। কারণ, তখন বাংলাদেশ যদি হেরে যায়, সে ক্ষেত্রে ওমান ও স্কটল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৪ হয়ে যাবে। আর শেষ ম্যাচ খেলার আগেই বাদ পড়ে যাবে বাংলাদেশ।

আর স্কটল্যান্ড যদি নিজেদের ম্যাচ জিতে যায়, এবং বাংলাদেশও ওমানের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়, তখন গ্রুপের শেষ পর্বটা জমে উঠবে। বাংলাদেশ তখন শেষ ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। আর স্কটল্যান্ড ও ওমান মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। সে ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের ম্যাচটি জিতলেই নিশ্চিত হতে পারবে না। 

কারণ, স্কটল্যান্ড যদি ওমানের কাছে হেরে বসে, তখন তিন দলেরই পয়েন্ট হবে ৪। আর তখন কোন দুই দল সুপার টুয়েলভে যাবে সেটা নির্ধারণ হবে রান রেটের হিসেব কষে।  

আর আজ যদি স্কটল্যান্ড হেরে যায়, সে ক্ষেত্রে বাংলাদেশের কাজটা সহজ হয়ে যাবে। বাংলাদেশ পরের দুটি ম্যাচ জিতলেই উঠে যাবে সুপার টুয়েলভে। সেক্ষেত্রে অন্য দল কিংবা রান রেটের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে। কারণ, যদি স্কটল্যান্ড ও ওমান-দুই দলই হারে, সে ক্ষেত্রে গ্রুপে শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। আর যেহেতু সে ম্যাচে এক দলকে হারতেই হবে, তখন দুই জয় নিয়ে নিশ্চিতভাবেই গ্রুপের অন্তত দুই দলের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ।

কিন্তু যদি তেমন কিছুই না হয়? অর্থাৎ, স্কটল্যান্ডও হারল, বাংলাদেশও ওমানের কাছে হেরে যায়, তখন?

এরপরও বাংলাদেশের সুযোগ থাকবে। আর সে ক্ষেত্রে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানেই জিততে হবে। বাংলাদেশের ম্যাচ যেহেতু আগে হয়ে যাবে, তখন শেষ ম্যাচে ওমানকে সমর্থন করতে হবে বাংলাদেশকে। কারণ ওমান যদি তখন স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তখন স্বাগতিকদের পূর্ণ ৬ পয়েন্ট হয়ে যাবে। আর গ্রুপের বাকি তিন দলেরই হবে ২ পয়েন্ট। এক্ষেত্রে রান রেটের হিসেবও কষতে হবে।

সোনালীনিউজ/এআর

Link copied!