৮ রানের জন্য ইতিহাসের পাতায় ঢোকা হল না করুনারত্নের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৮:৩২ পিএম
৮ রানের জন্য ইতিহাসের পাতায় ঢোকা হল না করুনারত্নের

ঢাকা: ৮ রানের আক্ষেপে পুড়ছেন লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নে। আজ অর্ধশতকের দেখা পেলে টেস্টে টানা সাত ইনিংসে ন্যূনতম অর্ধশতক তুলে নেওয়ার রেকর্ডে নাম লেখাতেন লঙ্কান অধিনায়ক। ক্রিস রজার্স, লোকেশ রাহুল, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ন চন্দরপল, এন্ডি ফ্লাওয়ার ও স্যার এভারটন উইকস রয়েছেন এ তালিকায়।

তবে করুণারত্নের মতো হতাশা নিয়ে গলে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিন শেষ করেনি শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে চা-বিরতি পর্যন্ত মাঠে একটি বলও গড়ায়নি। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৩৪.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে। 

৬১ রানে অপরাজিত ওপেনার পাথুম নিশাঙ্কা। ২ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন ওশাদা ফার্নান্দো। ৪২ রান করে রোস্টন চেজকে ফিরতি ক্যাচ দেন করুণারত্নে। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

ওয়েস্ট ইন্ডিজ দুটি রিভিউ নষ্ট করেছে। নিশাঙ্কার বিপক্ষে এলবিডব্লুর সিদ্ধান্ত না দেওয়ায় রিভিউ নিয়ে ব্যর্থ হয় সফরকারী দল। এরপর ফার্নান্দোর বিপক্ষেও রিভিউয়ে সফলতার মুখ দেখেনি ক্যারিবিয়ানরা।

সোনালীনিউজ/এআর

Link copied!