স্কোয়াড

কত দামে কাদের কিনল চেন্নাই 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৪৯ পিএম
কত দামে কাদের কিনল চেন্নাই 

ঢাকা: আইপিএলের ১৫ তম আসরের জন্য দল গুছিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিসহ চার ক্রিকেটারকে ধরে রাখা চেন্নাই সুপার কিংস আইপিএল-এর মেগা নিলাম থেকে মোট ২১ জন ক্রিকেটারকে কিনেছে। ২৫ জনের স্কোয়াডে বিদেশির সংখ্যা ৮।

বেঙ্গালুরুতে আয়োজিত এই নিলামে চেন্নাই যেই ক্রিকেটারদের নিলাম থেকে তুলেছে তাদের অনেকেই গত মৌসুমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। ২০২১ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

৯০ কোটি টাকার মধ্যে চার জন ক্রিকেটারকে ধরে রাখতে প্রথমে ৪২ কোটি টাকা খরচ করে ফেলে চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজিটি। ১৬ কোটি টাকার বিনিময়ে তারা ধরে রাখে রবীন্দ্র জাডেজাকে, দীর্ঘ দিনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে ১২ কোটি টাকা খরচ করে সিএসকে। ৮ কোটি টাকার বিনিময়ে তারা ধরে রাখে মঈন আলীকে, তরুণ ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড়কে দলে নিতে চেন্নাইয়ের খরচ হয় ৬ কোটি টাকা।

নিলামে ৪.৪০ কোটি টাকার বিনিময়ে ডোয়েন ব্র্যাভোকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। রবীন উথাপ্পাকে দলে নিতে চেন্নাইকে খরচ করে ২ কোটি টাকা। ৬.৭৫ কোটিতে কিনে নেয় আম্বাতি রাইডুকে। এরপর ১৪ কোটি পর্যন্ত দাম তুলে দীপক চাহারকে কিনে নেয় চেন্নাই। 

২০ লাখ টাকায় চেন্নাইয়ের দলেই রয়ে যান কে এম আসিফ। একই মূল্যে সিএসকে সই করায় তুষার দেশপান্ডেকে। ৪ কোটিতে দলে শিভম দুবেকে। ৭০ লাখ টাকায় চেন্নাইর দলে সুযোগ পান মহেশ ঠিকসানা। ১.৫০ কোটি টাকায় রাজবর্ধন হাঙ্গারগেকরকে সই করায় চেন্নাই। 

এছাড়া সিমারজিত সিং (২০ লাখ)। ১ কোটি টাকায় ডেভন কনওয়ে। ডোয়েন প্রিটোরিয়াস ৫০ লাখ। মিচেল স্যান্টনার ১.৯০ কোটিতে। একই দামে তারা কিনে নেয় অ্যাডাম মিলনেকে। ২০ লাখ টাকায় চেন্নাই সই করায় শুভ্রাংশু সেনাপতিকে। একই দামে পেয়ে যায় মুকেশ চৌধুরিকে। 

প্রশান্ত সোলাঙ্কির জন্য ১.২০ কোটি টাকা খরচ করে চেন্নাই। ২০ লাখ টাকায় চেন্নাইয়ে খেলবেন সি হরি নিশান্ত। একই দামে জগদীশন। ৩.৬ কোটি টাকায় চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে ক্রিস জর্ডানকে। কে ভগত বর্মাকে চেন্নাই নেয় ২০ লাখে।

সোনালীনিউজ/এআর

Link copied!