ঢাকা: হ্যাটট্রিক বলে হয়েছিল জোরাল আবেদন। নিকোলসের আউটসাইড-এজের বাইরে দিয়েই গেছে শরিফুলের বল। বাংলাদেশ অবশ্য রিভিউ করেনি, নিলেও লাভ হতো না।
তবে আগুন ঝরিয়েছেন শরিফুল। প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে জোড়া আঘাতে বাংলাদেশকে ফিরিয়েছেন লড়াইয়ে। শরিফুলের শর্ট বলে পুল করেছিলেন ফিন অ্যালেন, তবে অফ স্টাম্পের বেশ বাইরে থেকে টেনে খেলতে চেয়েছিলেন তিনি।
ডিপ মিডউইকেটে নাসুম আহমেদের হাতে গেছে ক্যাচ। বাংলাদেশ পেয়েছে প্রথম ব্রেকথ্রু। নিউজিল্যান্ডের ওপেনিং জুটি থেমেছে ৪৯ রানে।
একটি এলে আরেকটি আসে! শরিফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারি। ফুললেংথ। স্ট্রেইট। পড়ার পর হালকা মুভমেন্ট। অভিষিক্ত ডিন ফক্সক্রফট বোল্ড মুখোমুখি প্রথম বলেই। টানা ২ উইকেট নিয়ে উজ্জীবিত শরীফুল, উজ্জীবিত বাংলাদেশ!
নিউজিল্যান্ডের স্কোর ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান।
এআর
আপনার মতামত লিখুন :