‘বোলারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে চাই’

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৬, ১১:২৪ এএম
‘বোলারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে চাই’

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় আসেন সাবেক ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। গতকাল যান মিরপুর স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে। সেখানে মিডিয়ার সঙ্গে কথা বলেন। আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে কোর্টনি ওয়ালশ জানিয়েছেন, দারুণ কিছু করার সুযোগ আছে দেখেই তিনি বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে দারুণ কিছু করার সুযোগ আছে। এ কারণেই মূলত এখানে আসা।’

বাংলাদেশকে প্রতিভাধর হিসেবে অ্যাখ্যা দিয়ে এই কোচ আরও বলেছেন, ‘বাংলাদেশে অমিত সম্ভাবনাময় প্রতিভা আছে। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমার মূল কাজ হবে বোলারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নিয়ে আসা।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ১৭ বছর বিশ্বজুড়ে ক্রিকেট খেলেছি। শুধু ওয়েস্ট ইন্ডিজেই খেলিনি। সুতরাং এখানে থাকতে আমার সমস্যা হবে না। তবে যে চ্যালেঞ্জ আসবে, আমি তা নিতে চাই। বাংলাদেশে আমার পক্ষে যা কিছু সম্ভব আমি করবো।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!