‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি হবে লড়াকু’

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৬, ১০:৫৩ এএম
‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি হবে লড়াকু’

আর কয়েক দিন পরেই বাংলাদেশ-আফগানিস্তান ওয়ান ডে সিরিজ। এরপরেই মাঠে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। ওয়ানডে সিরিজের পর ঢাকা-চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে মুশফিক-সাকিবরা। এরমধ্য দিয়ে প্রায় দশমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যদিও এটাকে সমস্যা মনে করছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারবে লাল-সবুজরা। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ড অনেক ভালো দল। গত কয়েক বছর ধরে ওরা দারুণ ক্রিকেট খেলছে। বাংলাদেশ গত চারটি সিরিজে দারুণ ক্রিকেট খেলে সিরিজ জিতেছে। সব মিলিয়ে ইংল্যান্ডের সঙ্গে একটি লড়াকু সিরিজ হবে বলে আশা করছি।’

তিনি আরও যোগ করেন,‘আমাদের জন্য ইংল্যান্ড সিরিজটি একটি চ্যালেঞ্জের হবে। কেননা আমরা অনেকদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচে নেই। তারপরও আমার মনে হয় ছেলেরা ইংল্যান্ড সিরিজের আগে সবকিছু মানিয়ে নিতে পারবে।’

ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান আলেক্স হ্যালস বাংলাদেশ সফরে আসছেন না। এরপরেও ইংল্যান্ড শক্তিশালী দল গড়েছে বলে মনে করেন আকরাম খান, ‘ওদের ২-১জন খেলোয়াড় না আসলেও সমস্যা নেই। সবমিলিয়ে আমি মনে করি ওদের দলটা অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’

কবে নাগাদ চূড়ান্ত স্কোয়াড দেওয়া হতে পারে জানতে চাইলে আকরাম খান বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে দিয়ে দিবে। নির্বাচক, অধিনায়ক ও কোচদের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।’ তবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আলাদা আলাদা ওয়ানডে দল হবে কিনা সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!