ঢাকা: তিতের পর একাধিক কোচ নিয়োগ দিলেও পারফরম্যান্সের উন্নতি হয়নি ব্রাজিলের। হেক্সা-মিশন বলতে বলতে হাঁপিয়ে উঠলেও গত ২৫ বছর ধরে বিশ্বকাপ জেতার নাম নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
পারফরম্যান্স তলানিতে থাকায় সবশেষ কোচ দরিভালও কোচ হিসেবে ব্যাপক সমালোচিত হন। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েও শঙ্কায় পড়ে গেছে ভিনিসিয়ুস জুনিয়ররা।
এরপর থেকেই কোচ হিসেবে বড় কোনো নামের সন্ধানে ছিল সিবিএফ। বেশ ঝক্কি-ঝামেলার পর আনচেলত্তিকে পেয়ে যায় ব্রাজিল।
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে পূর্ণমেয়াদে দায়িত্ব নিয়েছেন। সোমবার প্রথম সংবাদ সম্মেলনেই শোনালেন আশার বাণী, ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন বানাতে চাই।
জুনে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ এরই মধ্যে ওই ম্যাচগুলোর জন্য তার প্রথম স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। আমার সামনে একটি বড় কাজ আছে।’
‘আমি আনন্দিত, চ্যালেঞ্জটি দুর্দান্ত। এই দলের সাথে আমার সবসময়ই একটি বিশেষ সংযোগ ছিল...আমরা আবার ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করব’-যোগ করেন আনচেলত্তি।
আনচেলত্তি স্থলাভিষিক্ত হয়েছেন দরিভাল জুনিয়রের, যিনি মার্চের শেষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজয়ের পর বরখাস্ত হন।
দুই বছর আগে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ২০২২ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই অধঃপতন শুরু হয়েছে ব্রাজিল ফুটবল দলের। তারা তাদের শেষ ১৪টি খেলার মধ্যে পাঁচটিতে হেরেছে, গোল হজম করেছে ১৬টি।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখন চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষ ছয়টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ব্রাজিল এখনও নিশ্চিত নয়।
বাছাইপর্বে সামনের দুই ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেন, ‘এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমি এমন খেলোয়াড়দের দলে আনার চেষ্টা করেছি যারা দলকে জিততে সাহায্য করার জন্য প্রস্তুত।’
‘মানুষ চায় আমি ভালো কাজ করি এবং আবারও বিশ্বকাপ জিতি। অতীতে আমি যা করেছি তার কারণে, তারা আশা করে যে আমি ট্রফি জিতব। তবে আমি আশা করি তারা দলকে সমর্থন করবে কারণ দেশের সমর্থন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।’
এআর
আপনার মতামত লিখুন :