ঢাকা : ঢাকা এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক করবেন এই ফুটবলার। বুধবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সমিত।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
এই দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।
পিএস
আপনার মতামত লিখুন :