চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৪:০৩ পিএম
চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু 

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)  প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপির প্রাইজমানি, যা টাকার হিসেবে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার বেশি। টুর্নামেন্টে রানার্সপ পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি ভারতীয় রুপি। 

এবারের আইপিএলের ফাইনালে দুই দলের সামনেই সুযোগ ছিল শিরোপাখরা কাটানোর। বেঙ্গালুরুর সেটি কেটে গেলেও অপেক্ষাটা আরও বেড়ে গেল প্রীতি জিনতার পাঞ্জাবের। ১৮ বছরে বেঙ্গালুরুর জন্য এটি ছিল চতুর্থ ফাইনাল। 

গত তিনবারের মতো এবার হতাশ হতে হয়নি কোহলির দলকে, চতুর্থ ফাইনালে এসে শিরোপা খরা কাটিয়েছে আরসিবি।

কোহলির অপূর্ণতা দূর হয়েছে এতে। ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আইপিএলের ট্রফি ছিল। সেটিও এখন বগলদাবা করেছেন কোহলি।

এআর

Link copied!