দলকে বিশ্বসেরা করে মাসসেরা মার্করাম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:১৯ পিএম
দলকে বিশ্বসেরা করে মাসসেরা মার্করাম

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে প্রোটিয়াদের প্রথমবারের মতো ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ করতে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছিলেন এইডেন মার্করাম। 

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দক্ষিণ আফ্রিকান ওপেনার রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের ইনিংস খেলে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন। 

মার্করামের সেই ইনিংসে ভর করেই ২৮২ রানের লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে দুটি উইকেটও নিয়েছিলেন মার্করাম।

ম্যাচজয়ী সেই ইনিংসের জন্য আইসিসির জুন মাসের সেরা পুরুষ খেলোয়াড়ও নির্বাচিত হলেন মার্করাম। বিশেষজ্ঞ বিচারক ও ভক্ত-সমর্থকদের ভোটে সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কাকে পেছনে ফেলে মাসের সেরা হলেন মার্করাম। 

৩০ বছর বয়সী মার্করাম এই প্রথম মাসসেরার স্বীকৃতি পেলেন। আর তাতে তিন বছর দুই মাস পর আবার ছেলেদের মাসসেরা স্বীকৃতির পুরস্কারটা দক্ষিণ আফ্রিকায় গেল।

মার্করামের আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকান হিসেবে ২০২২ সালে এপ্রিলে মাসসেরা হয়েছিলেন স্পিনার কেশব মহারাজ। ওই বছরেরই জানুয়ারিতে মাসসেরা হয়েছিলেন আরেক দক্ষিণ আফ্রিকান কিগান পিটারসেন। ২০২১ সালের জানুয়ারিতে চালু করা এই পুরস্কারে ছেলেদের বিভাগে মাসসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তিন খেলোয়াড়ই।

মাসসেরা হয়ে মার্করাম আইসিসির ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাসসেরা হওয়ার চেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের উচ্ছ্বাসেই যেন এখনো আচ্ছন্ন হয়ে আছেন মার্করাম, ‘এই পুরস্কার জেতাটা সম্মানের। আমার দল দক্ষিণ আফ্রিকাকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে অবদান রাখতে পারাটা আমার জন্য বড় কিছুই। 

লর্ডসে দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইনাল জয়ের ঐতিহাসিক ঘটনাটা আমরা সারা জীবনই মনে রাখব। দলের সবার সম্মিলিত চেষ্টাতেই এসেছে এই জয়। কেজি (কাগিসো রাবাদা) ও টেম্বসও (টেম্বা বাভুমা) বড় ভূমিকা রেখেছে এই জয়ে।’

সতীর্থ অ্যাফি ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে পেছনে ফেলে জুন মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে  ওয়ানডে সিরিজে ১০৪ রান ও ৪ উইকেট নেওয়া ম্যাথুস এরপর টি-টোয়েন্টি সিরিজে ১৪৭ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেট।

এ নিয়ে চতুর্থবার মাসসেরা হলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের রেকর্ড ছুঁলেন ম্যাথুস। নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশিবার মাসসেরা হওয়ার রেকর্ড এটিই। ম্যাথুস এর আগে ২০২১ সালের নভেম্বরে, ২০২৩ সালের অক্টোবরে ও ২০২৪ সালের এপ্রিলের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

সবচেয়ে বেশিবার মাসসেরা (নারী-পুরুষ)
খেলোয়াড়    দল
৪    অ্যাশলি গার্ডনার    অস্ট্রেলিয়া
৪    হেইলি ম্যাথুস    ওয়েস্ট ইন্ডিজ
৩    চামারি আতাপাত্তু    শ্রীলঙ্কা
৩    বাবর আজম    পাকিস্তান
৩    শুবমান গিল    ভারত

এআর

Link copied!