টেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছে তাইজুলের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
টেস্ট অধিনায়ক হওয়ার ইচ্ছে তাইজুলের

ঢাকা: বিগত সময়ে বেশ কয়েকবার অধিনায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন স্পিনার তাইজুল ইসলাম। এবার আবারো সরাসরি নেতৃত্বের ইচ্ছা জানিয়েছেন টাইগার স্পিনার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাইজুল জানিয়েছেন, লোভ থেকে নয়, দায়িত্ব নিতেই তিনি টেস্ট দলের নেতৃত্ব চান। সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। বিভিন্ন সূত্র বলছে, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় ভালোভাবেই আছেন তাইজুল।

টাইগার স্পিনার বলেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ককে জায়গা দেওয়া জরুরি এবং তার কথা মূল্য দেওয়া উচিত। আমি মনে করি না যে আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না।

তাইজুল বলেছেন, ‘অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গি থাকা জরুরি-দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’

গত মাসে শান্তকে সরিয়ে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্টেও মিরাজই তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ক্রিকেটপাড়ায় গুঞ্জন। 

তবে তিন ফরম্যাটে তিন অধিনায়কের পুরোনো ফর্মুলায় হাঁটতে পারে বিসিবি। ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং এখনও ঠিক হয়নি বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে হবেন। সেখানে মিরাজ-লিটনদের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিজ্ঞ তাইজুল।

এআর

Link copied!