২৪০ দিন পর খেলায় ফিরে আউট হয়েছেন মাত্র ৪ রানে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:৩১ পিএম
২৪০ দিন পর খেলায় ফিরে আউট হয়েছেন মাত্র ৪ রানে

ছবি: সংগৃহীত

ঢাকা: ২৪০ দিন পর ওয়ানডেতে ফিরেছেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এই ফরম্যাটে জায়গা পাননি তিনি। অথচ ফরম্যাটটা সৌম্যের জন্য মন্দ নয়। এই এক ইনিংস আগেও খেলেছিলেন দারুণ এক ৭৩ রানের ইনিংস। তাই ওপেনিংয়ের ব্যর্থতার মাঝে ফের তাকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট।

২০২৫ সালে এখন পর্যন্ত ৯ ইনিংস খেলে বাংলাদেশের ওপেনিং জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারেনি একবারও। এর মধ্যে ছয়বার প্রথম উইকেট গেছে ২০ রানের আগেই। তাই বড় শুরুর আশায় সৌম্যকে আবার দলে ফেরানো হয়েছিল।

কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে রাঙাতে পারলেন না নিজের ইনিংস। আউট হয়েছেন মাত্র ৪ রান করে।

ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন একবার-দারুণ এক চার মেরে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সৌম্য। কিন্তু সেটার স্থায়িত্ব ছিল না। সাইফের বিদায়ের পরের ওভারেই উইকেট দেন জেডেন সিলসকে।

অফস্টাম্পের বাইরে একটু জায়গা রেখেছিলেন সিলস। কভার দিয়ে বলটা তুলে মারতে চেয়েছিলেন সৌম্য, কিন্তু শরীরের কোনো মুভমেন্টই হয়নি। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা চেসের হাতে।

বাংলাদেশের স্কোর তখন ৮ রান, হারিয়ে ফেলেছে দুই ওপেনারকেই। সৌম্যের ২৪০ দিনের অপেক্ষা শেষ হলো মাত্র চার রানে।

এসএইচ

Link copied!