শান্তর অশান্ত ব্যাটিং

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৬, ০১:০২ পিএম
শান্তর অশান্ত ব্যাটিং

প্রথমবারের বিপিএল। এর আগের তিনটি আসরে তার খেলার প্রশ্নও আসে না। কারণ এখনো শরীরে বহমান তারুণ্যতা। অনুর্ধ্ব ১৯ ক্রিকেট খেলেছেন সদ্য। কিন্তু এরই মধ্যে নির্বাচকদের মন অশান্ত করে দেন এই তরুন ক্রিকেটার। তাইতো নিউজিল্যান্ড সফরের প্রাথমিক তালিকা রয়েছেন। যেন তারই প্রতিদান দিলেন বিপিএলে নিজের শুরুতেই। ধামামা ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে হাঁকালেন অর্ধশতক। মাশরাফির দলের হয়ে ব্যাট ধরেও রানে নিজেকে চেনালেও জেতাতে পারেন নি দলকে। কিন্তু সব কিছু ছাড়িয়ে তার ভালো করাটাই যেন নির্বাচকদের প্রতিদান।

চিটাগাংয়ের ১৬১ রানের বিপক্ষে লড়তে গিয়ে যখন কুমিল্লার ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলছেন তখন তাসকিন-রাজ্জাক, নবি ও ডোয়াইন স্মিথদের বিপক্ষে নিজের যোগ্যতার পরিচয় দিলেন শান্ত। সামনে দাঁড়াতেই পারেনি কুমিল্লার ব্যাটসম্যানরা। চার নাম্বারে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ৪৪ বল খেলেন অপ্রতিরোধ্য ৫৪ রান। ইনিংসে ৬টি বাউন্ডারির মার থাকলেও কোন ছক্কার মার নেই। এই ৬টি বাউন্ডারির ৪টিই এসেছে তাসকিনের করা শেষ ওভারের প্রথম চার বল থেকে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!