ক্রিকেটে অচলাবস্থার মধ্যে নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০১ পিএম
ক্রিকেটে অচলাবস্থার মধ্যে নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি 

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বোর্ডসংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এম নাজমুল ইসলাম বর্তমানে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও বিসিবির পরিচালক পদে তিনি বহাল থাকবেন বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কোয়াব এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলামের অপসারণ দাবি করে। কোয়াব জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব থেকে সরানোর নিশ্চয়তা না পেলে ক্রিকেটাররা খেলায় ফিরবেন না।

বুধবার এক সংবাদ সম্মেলনে নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারিশ্রমিক ও পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ পাওয়ার প্রশ্ন ওঠে না। তার বক্তব্যে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ক্রিকেট খেলে কোনো শিরোপা না জেতা এবং খারাপ পারফরম্যান্সের পরও ক্রিকেটারদের পারিশ্রমিক কাটা হয়নি, বরং তাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে।

এই বক্তব্যের পরই ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কোয়াব সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দেয় এবং জানায়, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবেন না।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সূচি অনুযায়ী প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। দুপুর ১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বোর্ড পরিচালক নাজমুল ইসলাম তখনো দায়িত্বে বহাল থাকায় ক্রিকেটাররা মাঠে নামেননি।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, নাজমুল ইসলামকে বোর্ডের দায়িত্ব থেকে অপসারণের বিষয়ে নিশ্চিত হওয়া গেলে তারা দিনের দ্বিতীয় ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ক্রিকেটারদের আন্দোলন ও ম্যাচ বয়কটের হুমকির মধ্যে বিসিবির এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দায়িত্ব থেকে অব্যাহতি কার্যকরভাবে বাস্তবায়ন এবং ক্রিকেটারদের মাঠে ফেরানো নিয়ে বোর্ডের পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই এখন দৃষ্টি ক্রিকেট অঙ্গনের।

এসএইচ 
 

Link copied!