বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:১৩ পিএম
বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

ছবি: সংগৃহীত

ঢাকা: রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১১ রানে হারিয়ে বিপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ঢাকা ক্যাপিটালস।

এভাবে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ঢাকা ক্যাপিটালসও বাদ পড়া দলের তালিকায় যোগ দিয়েছে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

রংপুরের ব্যাটসম্যানরা টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় বড় স্কোরের ভিত গড়ে দেন। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন। হৃদয় ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রান করেন।

জবাবে ঢাকাকে ৭ উইকেটে ১৭০ রানে আটকে দেয় রংপুর। পাওয়ারপ্লের শুরুতে উসমান খান ও সাইফ হাসান ঝড়ো সূচনা দিলেও একের পর এক উইকেট হারাতে থাকে ঢাকা। উসমান ১৮ বলে ৩১ রান করেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন ধীরগতিতে ব্যাটিং করায় রান তাড়া আরও কঠিন হয়ে পড়ে। শেষ দিকে সাইফউদ্দিন অপরাজিত ৩০ বলে ৫৮ রান করেন এবং ইমাদ ওয়াসিম ১৪ বলে ২০ রান যোগ করেন, কিন্তু জয় যথেষ্ট হয়নি।

রংপুরের ডানহাতি পেসার নাহিদ রানা মাত্র ১১ রান খরচে ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ২টি উইকেট নেন।

ম্যাচের শুরু থেকেই রংপুরের ওপেনিং জুটি মাত্র ১১.৩ ওভারে ১০০ রান স্পর্শ করলেও শেষ দিকে ধারাবাহিক উইকেট হারায় তাদের রান তাড়া বাধাগ্রস্ত হয়। মালানকে ম্যাচসেরাও ঘোষণা করা হয়েছে।

এসএইচ 


 

Link copied!