ফিফা র‌্যাংকিংয়ে ফের তলানির দিকে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৮:১৫ পিএম
ফিফা র‌্যাংকিংয়ে ফের তলানির দিকে বাংলাদেশ

ঢাকা: এশিয়া কাপ বাছাই পর্বের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে ৩-১ গোলে লজ্জাজনক হারের পর থেকেই রসাতলে চলে যায় বাংলাদেশের পুরুষ ফুটবল। এর কুপ্রভাব পড়ে ফিফা র‌্যাংকিংয়েও। ফিফা র‌্যাংকিংয়ের তথ্যমতে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে নিচু অবস্থানে চলে গেছে বাংলাদেশের ফুটবল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে দেখা যায় বাংলাদেশের অবস্থান ১৯০ নম্বরে। অবনমন ঘটেছে পাঁচ ধাপ (ফিফার সদস্য ২০৫ দেশ। সর্বনিম্ন ২০৫ নম্বরে টোঙ্গা)।  

এর আগে বাংলাদেশের অবস্থান ছিল সর্বনিম্ন ১৮৮তম স্থানে। গত জুন-জুলাইতে এই অবস্থানে ছিল। তবে সাফ অঞ্চলে বাংলাদেশের চেয়েও বাজে অবস্থায় আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। তারা আছে যথাক্রমে ১৯৬ এবং ১৯৭ স্থানে। যে ভুটানের কাছে বাংলাদেশে হেরেছিল, তাদের অবস্থান ১৭৬তম। তারা এগিয়েছে এক ধাপ।  সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তাদের অবস্থান ১২৯তম।

সোনলীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!