কোহলিতে মুগ্ধ পোলক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৯:১২ পিএম
কোহলিতে মুগ্ধ পোলক

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ১২২ রানের ইনিংস খেলার পর থেকেই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটাররা। এই তালিকায় ভারতীয়দের পাশাপাশি বিদেশীরাও প্রশংসায় ভাসাচ্ছেন ভারতের নয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে। এদিক দিয়ে এককাঠি সরেস দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম পোলক। তিনি কোহলিকে চমৎকার বিশ্লেষণ করেছেন।

বিরাট কোহলি দেখে পোলক যারপনারই মুগ্ধ। তিনি বলেন,‘ এই মুহূর্তে বিরাট ধীরে ধীরে আরও বড় হয়ে উঠছে। খুব হিসেবি, ঝুঁকিহীন অথচ আক্রমণাত্মক, এটাই বিরাট কোহলির এখনকার সংক্ষিপ্ত পরিচয়।’

পুণেতে রোববার প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৬৩ রানে ৪ উইকেট চলে গিয়েছিল ভারতের। আউট হয়ে গিয়েছিলেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি। এখান থেকে এত বড় স্কোর তাড়া করে জয়ের কথা খুব বেশি লোক ভাবতে পারেননি। একজন ভেবেছিলেন। তিনি বিরাট কোহলি। আর সে কারণেই তাকে নিয়ে চারদিকে আলোচনা, শচীন টেন্ডুলকারকে কি টপকে যাবেন কোহলি?

অবশ্য পোলক সেই বিতর্কে না গিয়ে বললেন,‘ বিরাট প্রচন্ড বুদ্ধিমান ব্যাটসম্যান। কখনও কখনও বোলারদের ঘাড়ে চেপে বসে। কখনও নিজেকে খোলসের ভিতরে নিয়ে গিয়ে বোলারদের ক্লান্ত হওয়ার দিকে ঠেলে দেয়। ওর ব্যাটিং দেখে কখনও মনে হয় লেগ সাইডে খুব শক্তিশালী। ঘন্টাখানেক পর দেখলাম দুর্ধর্ষ দুটি কভার ড্রাইভ করে বসল। অলরাউন্ড সামর্থ্য আছে ওর। ইচ্ছামত রান তুলতে পারে। ম্যাচ রিডিংও খুব ভালো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Link copied!