মোদির রাজ্যে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০৫:০০ পিএম
মোদির রাজ্যে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

ঢাকা: ক্রিকেটের ঐতিহ্য লালন করে ইংল্যান্ডের লর্ডস। সবচেয়ে বড় মাঠ বলে পরিচিত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। এবার লর্ডস, এমসিজিকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে। এখানকার মোতেরাতের সর্দার বল্লভ ভাই প্যাটেল গ্রাউন্ডকে সংস্কার করে তৈরি করা হবে সুপার ফ্যাসিলিটি ক্রিকেট স্টেডিয়াম।

গ্যালারি, মাঠ, প্রেসবক্স, পার্কিং এরিয়া সবকিছুর ব্যবস্থা থাকবে আন্তর্জাতিক মানের। শুধু তাই নয়, এই স্টেডিয়ামে দর্শকাসন থাকবে ১ লক্ষ ১০ হাজার। যেখানে মেলবোর্নে দর্শক বসতে পারে ১ লক্ষ। এরপরই রয়েছে কলকাতার ইডেন গার্ডেন। যেখানে ৬৬ হাজার দর্শক বসতে পারে।

গুজরাটে এই স্টেডিয়াম তৈরি করতে খরচ হবে ৭০০ কোটি টাকা। এর ব্যাপ্তি হবে ৬৩ একর জায়গাজুড়ে। থাকবে ৭৬টি কর্পোরেট বক্স। খেলা দেখার সুবিধার্থে স্টেডিয়ামে কোন পিলার থাকবে না। যাতে স্টেডিয়ামের কোন প্রান্ত থেকে খেলা দেখতে অসুবিধা না হয়।

 সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Link copied!