অন্তত ৫০ বছর পর্যন্ত খেলতে চাই: গেইল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৭, ০৫:৪৪ পিএম
অন্তত ৫০ বছর পর্যন্ত খেলতে চাই: গেইল

ঢাকা: ক্রিকেট দুনিয়ায় বিনোদনের আরেক নাম ক্রিস গেইল। য়ার পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল। জন্ম ১৯৭৯ সালে, জ্যামাইকাতে। চার-ছক্কা হাকিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয়। গত ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে চলেছেন ক্যারিবিয়ান এই হার্ড হিটার ব্যাটসম্যান। দেড় যুগ ধরে তার ব্যাট থেকে এসেছে অনেক শতক আর অর্ধশতক। সম্প্রতি নিজের একটি ইচ্ছার কথা শেয়ার করেছেন গেইল। আগামী ৫০ বছর পর্যন্ত ক্রিকেট খেলতে চান তিনি।

বর্তমানে এই ক্যারিবিয়ানের বয়স ৩৭ বছর। কিন্তু এখনই ক্রিকেটকে বিদায় জানাতে চাননা তিনি। এ প্রসঙ্গে গেইল বলেন, ‘৫০ বছর বয়স পর্যন্ত খেলা প্রথম ক্রিকেটার আমি হতে চাই। মেয়েকে আমার খেলা দেখাতে চাই। আমি চাই সে স্ট্যান্ডে বসে বাবার ক্রিকেট খেলা দেখুক। আমি সত্যিই চাই যে সে একদিন আমার খেলার দর্শক হোক।’

বয়সকে কেবল একটা সংখ্যা হিসেবেই দেখতে চান জানিয়ে গেইল বলেন, ‘বয়স একটা সংখ্যা। নিজের ফিটনেস ঠিক রাখতে পারলে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব কিছু না।’

বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে আড়াই বছর ধরে টেস্টে না খেললেও আবারও সাদা জার্সি গায়ে তোলার পরিকল্পনার কথা জানান বিশ্বসেরা এই ব্যাটসম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আবার খেলব। টেস্ট ম্যাচে আমি ৪০০ রান করতে চাই। দুইবার ট্রিপল সেঞ্চুরি করেছিলাম। আমি মনে করি, এটাকে চারশতে নিতে পারব।’

১৯৯৯ সালে ক্যারিবিয়ানদের জার্সি গায়ে জড়ানোর পর এখন পর্যন্ত খেলেছেন মোট ১০৩ টেস্ট, ২৬৯ ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া লিগে ফ্রেঞ্চাইজিদের জার্সি গায়ে খেলেছেন আরও দুই শতাধিক ম্যাচ।

সোনলীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!