শেবাগের মুখে লাগাম টেনেছিল বোর্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৫:২৬ পিএম
শেবাগের মুখে লাগাম টেনেছিল বোর্ড

ঢাকা: যখন খেলতেন তখন তার সামনে কোন বোলারই রেহাই পায়নি। দুর্দান্ত ক্যারিয়ার বিরেন্দ্র শেবাগ শেষ করেছেন ২০১৫ সালে। এখন অখন্ড অবসর। শুধু শুধু বসে থেকে লাভ কী! তাই শেবাগ সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে তিনি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছেন।

কোন রাখঢাক না রেখেই তিনি টুইটারে নিজের কথা অকপটে বলে দেন। আর এ কারণে শেবাগ তার ভক্তদের কাছে ভিষণ জনপ্রিয় হয়ে গেছেন। এটা তার ফলোয়ার সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। ইতোমধ্যে তার ফলোয়াড় সংখ্যা ৮.৬৯ মিলিয়ন ছাড়িয়েছে।

ভারতীয় দলে যখন খেলতেন তখন বোর্ডের বিধি নিষেধের কারণে কথা বলতে পারেননি। পুণেতে অনুষ্ঠিত ‘স্পোর্টটেল’  ফেস্টিভেলে সেই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের সাবেক ওপেনার বলেন,‘ এখন আমি ভারতীয় দলের সদস্য নই। সুতরাং মত প্রকাশের জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই।’

টুইটারে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে নজাফগড়ের নবাব বলেন,‘ টুইটারে আমার করা মন্তব্য যে সবসময় ঠিক হবে এটা যেন কেউ না ভাবেন। কারণ এখানে আমি নিজের মত প্রকাশ করি মাত্র। কিন্তু কেউ যদি আমার দেশ বা সেনা নিয়ে কথা বলে আমিও ছেড়ে কথা বলব না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Link copied!