চট্টগ্রাম ওপেনে সিদ্দিকুরের নতুন লক্ষ্য

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৮:২৫ পিএম
চট্টগ্রাম ওপেনে সিদ্দিকুরের নতুন লক্ষ্য

ঢাকা: ২৯ মার্চ থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে শুরু হতে যাচ্ছে ৫০ লাখ টাকা প্রাইজমানির আমেরিকান এক্সপ্রেস চট্টগ্রাম ওপেন গলফ টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশসহ ভারত ও  শ্রীলঙ্কার মোট ১২৬ জন গলফার এতে অংশ নেবেন। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সিটি ব্যাংক। কো-স্পন্সর হিসেবে রয়েছে বিএসআরএম, এলিট পেইন্ট ও পেড্রোলো।

দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান মুখিয়ে আছেন চট্টগ্রাম ওপেনে কোর্টে নামার জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাটিয়ারীতে খেলার জন্য মুখিয়ে আছি আমি। প্র্যাকটিস শেষ করেই ফিরেছি।’

সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ায় দু’টি আসরে ভালো করতে না পারলেও এবার ঘরের মাঠে আশাবাদী সিদ্দিকুর। তিনি বলেন, ‘পিঠের ব্যথায় ভুগেছি বেশ, তাই আগের দু’টি আসরে ফল ভালো হয়নি। তবে চট্টগ্রাম ওপেন নিয়ে আমি আশাবাদী। নতুন কোচের অধীনে আমার টেকনিক, কৌশলে কিছু পরিবর্তন এসেছে, আগামী জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

দেশ সেরা এই গলফার বলেন, নিজের স্বাভাবিক খেলা খেলে যেতে পারলে অন্যদের চেয়ে ১০ স্ট্রোকে এগিয়ে থাকব। এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি তাতে সহজেই চট্টগ্রাম ওপেন জিততে পারি।’

দুইবারের এশিয়ান ট্যুর জয়ী এই দেশি গলফার পেশাদার হওয়ার পর প্রথমবারের মতো ভাটিয়ারী গলফ কোর্সে খেলতে যাচ্ছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!