স্মিথের সাফল্যে ধোনিকে দেখছেন স্টোকস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৭, ১০:০৭ পিএম
স্মিথের সাফল্যে ধোনিকে দেখছেন স্টোকস

ঢাকা: দশম আইপিএলের শুরুতে ছন্দে ছিল না রাইজিং পুণে সুপারজায়ান্ট। সময় যতো গড়িয়েছে ততোই যেন দলটি বদলে গিয়েছে। দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে পুণে এখন প্লে-অফে। আগেরবার পুণের নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাকে সরিয়ে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের কাঁধে।

আইপিএলের সবচেয়ে দামি এবং পুণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেন স্টোকস মনে করেন, স্মিথের সাফল্যের পেছনে রয়েছে ধোনির অবদান। তিনি বলেন,‘ স্টিভ অবশ্যই অধিনায়ক। কিন্তু ফিল্ডিং প্লেসমেন্টের ব্যাপারে স্মিথ জানে যে, ধোনির দৃষ্টিভঙ্গিই আলাদা। ওরা দু’জন মিলে খুব পরিশ্রম করছে দলের জন্য।’

এরপর ধোনিকে প্রশংসায় ভাসান স্টোকস। বলেন,‘ টি-টোয়েন্টি লিগ খেলে একজন ক্রিকেটারকে ব্যক্তিগত ভাবে জানা যায়। আমি সৌভাগ্যবান যে, স্মিথ, ধোনি ও ফাফ ডু প্লেসিসের মতো ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে আছি। ধোনির কথা বলতে চাই, ও এমন একজন ক্রিকেটার, যার হোটেল রুমের দরজা সবসময় সবার জন্য খোলা থাকে। সেখানে যে কেউ যেতে পারে। মাঠে অসম্ভব ঠান্ডা মাথার একজন ক্রিকেটার৷’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!