হাথুরুর দেখা সাকিব-মাহমুদুল্লাহর জুটিই সেরা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ১১:০৫ পিএম
হাথুরুর দেখা সাকিব-মাহমুদুল্লাহর জুটিই সেরা

ফাইল ফটো

ঢাকা: হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ৩৩ রানের মধ্যে তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক ফিরে গিয়ে মুহূর্তে ধ্বংসস্তুপে পরিণত হলো মাশরাফির দল।

এখান থেকে বাংলাদেশ ম্যাচ জিততে পারে এটা অতি আশাবাদীরাও ভাবেননি। ক্রিজে তখন সাকিব আল হাসান। সঙ্গী মাহমুদুল্লাহ।দেখার ছিল এই জুটি কী করে। কারণ এরপর স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিল মোসাদ্দেক হোসেন।

কাজেই সাকিব-মাহমুদুল্লাহর কেউ আউট হলেই বাংলাদেশের হারও তখনই লেখা হয়ে যেত। কী অবাক করা কাণ্ড! সাকিব-মাহমুদুল্লাহ এক-দুই, চার-ছক্কায় নিজেদের ইনিংসটাকে বড় করতে লাগলেন।পঞ্চম উইকেটে গড়লেন ২২৪ রানের জুটি।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এত বড় জুটি আগে কখনো হয়নি। আর এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কখনো ম্যাচও জেতেনি। সাকিব-মাহমুদুল্লাহরা ৫ উইকেটে জিতে ঘোর লাগিয়ে দিল পুরো বাংলাদেশকে। যে ঘোর এখনো কাটছে না।

সাকিব-মাহমুদুল্লাহ দু’জনই সেঞ্চুরির দেখা পেয়েছেন। জয় থেকে সামান্য দুরত্বে বিদায় নিয়েছেন সাকিব। মাহমুদুল্লাহ জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন মোসাদ্দেককে নিয়ে। সাকিব-মাহমুদুল্লাহর অবিশ্বাস কাণ্ড দেখে ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের টুইট,‘ ওয়ানডেতে এরকম জুটি কখনো দেখেছি বলে মনে করতে পারছি না।’

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও বলছেন, তাঁর দেখা সাকিব-মাহমুদুল্লাহর জুটিই সেরা, ‘এটা ছিল অসাধারণ একটি জুটি। আমার দেখা এটাই সেরা জুটি।’

বছর দুয়েক হলো ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করে আসছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয় তারই ফল। হাথুরু বলেন,‘বাংলাদেশের ক্রিকেট এখন অনেক পরিণত। দলের সবাই আত্মবিশ্বাসী। সবাই নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে মুখিয়ে থাকে। এমন একটি দলের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Link copied!