পাঁচ গোল দিতে পারলেই ১৬ ঘণ্টা সেক্স!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৫:৪৫ পিএম
পাঁচ গোল দিতে পারলেই ১৬ ঘণ্টা সেক্স!

ঢাকা: একজন ফুটবলার সর্বাধিক গোল করার পুরস্কার হিসেবে ট্রফি পেয়ে থাকেন। খুব বেশি হলে তাঁর ক্লাব ফুটবলারটিকে মোটা টাকার অর্থ প্রদান করেন। কিন্তু একটি লিগে পাঁচ গোল করতে পারলে কী কখনও সে পর্নস্টারের সঙ্গে সঙ্গমের সুযোগ পান?এর আগে এরকম হয়নি।  

এবার হয়তো এরকমই হতে চলেছে চব্বিশ বছরের রাশিয়ান ফুটবলার অ্যালেক্সজান্ডার কোকোরিনের সঙ্গে। ডায়নামো মস্কোর এই ফুটবলার যদি রাশিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করতে পারেন তাহলে তিনি টানা ১৬ ঘণ্টা সঙ্গম করার সুযোগ পাবেন রাশিয়ান পর্নস্টার অ্যালিনা ইয়েরেমেনকোর সঙ্গে।

এ কথা অ্যালিনা নিজেই জানিয়েছেন। তাঁর কাছে ফুটবল আর নীলছবি অনেকটা একইরকম। কারণ দু’জায়গাতেই সুদর্শন পুরুষদের দেখা যায়। ফুটবলের বড় ভক্ত অ্যালিনা নীল ছবিতে সেরা দৃশ্যায়নের জন্য পর্ন অস্কার পেয়েছেন। কোকোরিনকে খুবই পছন্দ করেন তিনি।

শুধু তাই নয়, অ্যালিনার মার্কশিটে একমাত্র কোকোরিনই দশে-দশ পেয়েছেন৷ অ্যালিনা বলছেন, ‘কোকোরিন যদি রাশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করতে পারে তাহলে আমি ওর সঙ্গে টানা ১৬ ঘণ্টা ম্যারাথন সেক্স করব। এটাই আমার তরফ থেকে ওর জন্য উপহার।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Link copied!