সাকিবের ঢাকাকে ১৬৮ রানের টার্গেট তামিমের কুমিল্লার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৭, ০৮:৩১ পিএম
সাকিবের ঢাকাকে ১৬৮ রানের টার্গেট তামিমের কুমিল্লার

ঢাকা: ৪২ বলে ৬৮ রান করে গতকাল (মঙ্গলবার) খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিশাল এক জয় উপহার দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আবারও মাঠে নেমেছে বিপিএল তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়নদের ১৬৮ রানের টার্গেট দিয়েছে কুমিল্লার দলটি।

বুধবার (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিং করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন কুমিল্লার দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ৪৪ বল মোকাবেলায় ৬০ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৩৭ রানে তামিম ফিরে যাওয়ায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। তার ২৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।

এরপর ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস মেরামত করেন লিটন। ভালোই এগোচ্ছিলেন তারা। কিন্তু তাদের পথে বাধাঁ হয়ে দাঁড়ান তামিমকে শিকার করা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ৩৪ রানে থাকা লিটনকে নিজের দ্বিতীয় শিকার বানান সাকিব। ৩টি চারে ৩০ বল মোকাবেলায় নিজের ইনিংস সাজান লিটন।

লিটনের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুলও। ২৬ রান করে বিদায় নেন তিনি। ১১৪ রানে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের ২৭ বলে ৩৯, পাকিস্তানের শোয়েব মালিকের ৪ বলে অপরাজিত ৯ ও হাসান আলীর ২ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ হয় পায় কুমিল্লা। স্যামুয়েলসের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। ঢাকার ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ৩টি ও সাকিব ২টি উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!