এবার শচীন-পুত্রের দাপট দেখল অস্ট্রেলিয়া

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ১২:৫৭ পিএম
এবার শচীন-পুত্রের দাপট দেখল অস্ট্রেলিয়া

ঢাকা: স্যার ডন ব্র্যাডমানের নামাঙ্কিত মাঠে দাপট দেখালেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। সিডনি ক্রিকেট মাঠের উদ্যোগে আয়োজিত স্পিরিট অব ক্রিকেট গ্লোবাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে  অর্জুন ব্র্যাডম্যান ওভালে ২৭ বলে ৪৮ রান করার পাশাপাশি বল হাতে ৪টি উইকেট নিয়েছেন।

তবে নিজের পারফরম্যান্সের থেকেও অর্জুন বেশি উচ্ছ্বসিত ব্র্যাডম্যানের নামাঙ্কিত মাঠে নামার সুযোগ পেয়ে। ১৮ বছর বয়সি অর্জুন একটি অস্ট্রেলীয় ওয়েবসাইটে বলেছেন, ‘খুব সম্মানিত লাগছে এই মাঠে নেমে।’

তবে তাঁর বাবা কিংবদন্তি ব্যাটসম্যান হলেও অর্জুনের লক্ষ্য অলরাউন্ডার হওয়া,‘যত বড় হচ্ছি, লম্বা-চওড়া হয়ে উঠছি। ছোটবেলা থেকেই আমি জোরে বল করতে ভালবাসি। ভারতে খুব বেশি ফাস্ট বোলার নেই। তাই ফাস্ট বোলার হওয়াই আমার লক্ষ্য।’

ছয় ফুটের বেশি লম্বা অর্জুনের আদর্শ মিচেল স্টার্ক ও বেন স্টোকস। তবে ক্রিকেট কিংবদন্তির ছেলে হলেও অর্জুন বলছেন প্রত্যাশার চাপ নিয়ে তিনি বেশি ভাবতে চান না। তিনি বলেছেন, ‘আমি ওই চাপটা নিই না। যখন বোলিং করি যত জোরে সম্ভব পিচে বলটা ফেলার চেষ্টা করি। যখন ব্যাটিং করি তখন শুধু শট নিয়ে ভাবি। কোন বোলারের বোলিংয়ে আক্রমণ করব, কার বোলিংয়ে করব না, সেটা ভাবি।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Link copied!