বাংলাদেশের সাবিনা-কৃষ্ণা খেলবেন ভারতের ঘরোয়া লিগে

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৭:৪৮ পিএম
বাংলাদেশের সাবিনা-কৃষ্ণা খেলবেন ভারতের ঘরোয়া লিগে

ফাইল ছবি

ঢাকা: ফুটবলের উন্নয়নে উঠে পড়ে লেগেছে ভারতের ফুটবল কর্তারা। বিগত কয়েক বছর ধরেই তারা নিয়মিত আয়োজন করে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। তবে সেটি ছিল ছেলেদের ফুটবল। এবার মেয়েদের জন্য লিগ আয়োজন করতে যাচ্ছে দেশটি। ফিফার অনুদানে ২৫ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ‘ভারতীয় উইমেন্স লিগ’। সেই লিগে খেলবেন বাংলাদেশের দুই স্ট্রাইকার সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার।

সাবিনা এর আগেও বিদেশি লিগে খেলেছেন। ২০১৫ সালে মালদ্বীপের ঘরোয়া লিগে খেলেছেন বাংলাদেশের এই স্ট্রাইকার। সেখানে ৫ ম্যাচে ৩৭ গোল করে গোলমেশিন খ্যাতি অর্জন করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ভারতের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা। তবে এবারই প্রথম বিদেশি লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা রানী সরকার। ফিফার অনুদানে ৮ দল নিয়ে ভারতে প্রথমবার শুরু হতে যাচ্ছে ‘ভারতীয় উইমেন্স লিগ।’ সেই লিগে তামিলনাড়ুর দল ‘সেতু এফসি’র হয়ে খেলবেন সাবিনা ও কৃষ্ণা।

এ প্রসঙ্গে সাবিনা বলেন, ‘ইতিপুর্বে মালদ্বীপে তিনবার খেলেছি। সেখানে ভালো পারফরম্যান্স করেছি। আশা করি, ভারতেও সেটা অব্যাহত রাখব। তবে মালদ্বীপ ও ভারতের ফুটবলে অনেক পার্থক্য। আমাদের জন্য ভারতে খেলা নতুন চ্যালেঞ্জ।’

কৃষ্ণা রানী সরকার বলেন, ‘সাবিনা আপু ফরোয়ার্ড। আমিও তাই। আমারও লক্ষ্য গোল করা। আমাদের খেলা দেখে যেন আরও ফুটবলার আমন্ত্রণ পায় সেই চেষ্টা করব।’

বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করবে। যদি তারা সেখানে ভালো করতে পারে পরবর্তীতে আমাদের আরও ফুটবলারের দেশের বাইরে গিয়ে খেলার সুযোগ হবে। আশা করছি বাংলাদেশের ফুটবলকে তারা আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!