আইপিএলে আজ ধোনি বনাম কোহলি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৮, ০৬:০০ পিএম
আইপিএলে আজ ধোনি বনাম কোহলি

ফাইল ছবি

ঢাকা: বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে আজকের ম্যাচটি হতে চলেছে বিরাট আকর্ষণীয়।  বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের প্রেক্ষাপটে ভারতের বর্তমান এবং সাবেক অধিনায়কের লড়াইয়ে নজর থাকবে সবার।

ধোনির চেন্নাই যেখানে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতে লিগ টেবিলে দুই নম্বরে আছে, সেখানে কোহলির বেঙ্গালুরু পাঁচটি ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। তবে বেঙ্গালুরুর সুবিধা হলো, পরপর তিনটি ম্যাচ তাদের খেলতে হবে ঘরের মাঠে। বুধবারের চেন্নাই ম্যাচ যার প্রথম। ঘরের মাঠে খেলা নিয়ে এবি ডি ভিলিয়ার্স  বলেছেন, ‘ঘরের মাঠকে নিজেদের দুর্গ বানিয়ে ফেলতে পারলে সব সময় ভাল জায়গায় থাকা যায়। গত বছর আমাদের খুব খারাপ কেটেছিল। এবার চেষ্টা করতে হবে, সে রকম যেন না হয়।’

আইপিএলে বেঙ্গালুরুর ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে ডিভিলিয়ার্স বলেন, ‘প্রথম তিন বছর আমি বেঙ্গালুরুতে ছিলাম না। তাই বলতে পারব না, এখানে কী ঘটেছে। গত তিন বছর নিয়ে বলতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এ বছর আমাদের দলে বেশ কয়েক জন নতুন মুখ আছে। আশা করছি, ট্রফি জেতানোর মতো বিশেষ কাউকে দলে পেয়েছি আমরা।’

ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা অধিনায়কের লড়াইটা যে যথেষ্ট উপভোগ্য হবে, সেটা বলছেন ফ্লেমিং। পাশাপাশি কোহলির দল নিয়ে তিনি বলেন, ‘বেঙ্গালুরুর ব্যাটিং দারুণ। বোলিংও সে রকম। আমরা ছন্দে আছি ঠিকই, কিন্তু ওদের হারাতে গেলে খুব ভালো খেলতে হবে। বিশেষ করে যদি ওদের ব্যাটিংকে চাপে ফেলতে হয়।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!