ম্যাচ জিতে যা বললেন বাংলাদেশ কোচ, অধিনায়ক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৮, ০৮:১৬ পিএম
ম্যাচ জিতে যা বললেন বাংলাদেশ কোচ,  অধিনায়ক

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। দুই বছর পর সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করল বাংলাদেশের কিশোরীরা। সোমবার (১৭ সেপ্টেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেয় মারিয়া-আখিরা। শিষ্যদের চোখ ধাঁধানো নৈপুন্যে দারুন খুশি কোচ গোলাম রব্বানী ছোটন।

ম্যাচ শেষে কোচ বলেন, ‘আমার মেয়েরা আজকে পরিকল্পনা অনুযায়ী খেলেছে। সেভাবেই মেয়েদের নির্দেশনা দেওয়া হয়েছিল। মেয়েরা সেটা করতে পেরেছে। পুরো ৯০ মিনিটের মধ্যে ৮৫ মিনিটই তাদের দখলে ছিলো ম্যাচ। এভাবে খেলতে পারলে অবশ্যই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।’

গোলাম রব্বানী ছোটন বলেন,‘এখন আমাদের ভাবনা লেবাননের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে।’

অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জেতা। জিতে ভালো লাগছে। গরমের কারণে কোনো সমস্যা হয়নি। এ ধরনের পরিস্থিতির জন্য আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম। আমরা দুপুর ১২টার দিকে ট্রেনিং করতাম। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। তবে হ্যাটট্রিক পেলে আরও খুশি হতাম।’

হ্যাটট্রিক না পাওয়ার জন্য একটু আক্ষেপ জোড়া গোল করা শামসুন্নাহার জুনিয়রের। তিনি বলেন, ‘দুই গোল দিতে পেরে ভালো লাগছে। দল জেতায় আরও ভালো লাগছে। হ্যাটট্রিক না পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পেলে আরও ভালো লাগত।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!