ভারতের ৫ উইকেট চান এই পাকিস্তানি পেসার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮, ১২:৫৪ পিএম
ভারতের ৫ উইকেট চান এই পাকিস্তানি পেসার

ঢাকা: এশিয়া কাপের শুরু থেকেই পাকিস্তানকে ফেবারিট মনে করা হচ্ছে। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারও পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন। এর কারণও আছে। গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে খেলে আসছে পাকিস্তান।

ফলে এখানকার আবহাওয়া, পরিবেশ সবকিছুই সরফরাজ আহমেদদের কাছে পরিচিত। অন্যদিকে, টানা খেলার মধ্যে থাকায় ভারতীয়রা তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এসেছে। সামনে অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তান ইতিমধ্যে প্রথম ম্যাচ খেলে ফেললেও ভারত আজই (মঙ্গলবার) মাঠে নামছে হংকংয়ের বিরুদ্ধে। এই হংকংকেই পাকিস্তান স্রেফ উড়িয়ে ৮ উইকেটে জিতেছে। তরুণ পেসার উসমান খান তুলে নিয়েছেন ৩ উইকেট। কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তিনি। তাঁর লক্ষ্য ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়া। সংবাদমাধ্যমকে আগেভাগে সেকথা জানিয়েছেনও উসমান, ‘ভারত-পাকিস্তান ম্যাচে যারা ভালো খেলে, তাদের সবাই সম্মান করে। আমিও এই ম্যাচটায় ভালো খেলতে চাই। হংকংয়ের সঙ্গে তিন উইকেট পেয়েছি। এবার ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলতে হবে।’

এশিয়া কাপে পাকিস্তান নিয়ে গেছে ছয় জন পেসার। এর মাঝে চারজনই বাঁ-হাতী। উসমান খান এর মধ্যেই বেশ সাড়া ফেলেছেন। সাত ম্যাচে তুলে নিয়েছেন ১৮টি উইকেট। পেসাররাই যে পাকিস্তানের চালিকাশক্তি সেকথা জানাতে ভোলেননি উসমান,‘ আমাদের বোলিং লাইনের দিকে একবার তাকান। যারা খেলেছেন তাঁদের কথা বাদই দিলাম। যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাদের একবার দেখুন। তাহলেই আমাদের শক্তিটা ভালো করে বুঝে যাবেন।’

দুবাই যে পাকিস্তানের কাছে হাতের তালুর মতো চেনা সেটাও সামনে এনেছেন উসমান। তাঁর ভাষায়,‘ পাকিস্তান দুবাইয়ের পিচের চরিত্র ভালো করেই জানে। এটা অবশ্যই আমাদের জন্য বাড়তি সুবিধা।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!