আবার মনোবিদের শরণাপন্ন বিসিবি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৮, ০৯:৪৪ পিএম
আবার মনোবিদের শরণাপন্ন বিসিবি

ঢাকা: গত কিছুদিনে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্ক্যান্ডাল বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাছাড়া বড় ম্যাচে জয়ের কাছে গিয়ে পরাজয় মেনে নিতে হচ্ছে বারবার। মাঠের বাইরে অনেক ক্রিকেটারের অনিয়ন্ত্রিত জীবন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, সব মিলিয়ে গত কিছুদিন ধরেই একজন মনোবিদের কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ শেষে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলেছিলেন, একজন মনোবিদের প্রয়োজনীয়তার কথা।

রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, মনোবিদের সঙ্গে পাকা কথা হয়েছে,‘ মনোবিদ যোগ দিচ্ছে বাংলাদেশ দলের জন্য। সিরিজ চলার সময় বাংলাদেশ দলকে ছয়-সাত দিন সময় দেবেন। ১৭ তারিখের দিকে আসবেন আলী আজহার। যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে এটা আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। উনি খুব ব্যস্ত ছিলেন, অনেক অনুরোধ করে তার সময় নিয়েছি। তিনি ১৭-১৮ তারিখ থেকে ক্রিকেটারদের সাথে থাকবেন এবং ওদের সাথে সেশন করবেন।’

কানাডায় বসবাস করে আলী আজহার। তিনি এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। আকরাম বলছেন,‘ কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছে উনার কথা। যদি কাজে লাগে, অবশ্যই ভবিষ্যতে আবার উনার কাছ থেকে আমরা সময় নেব।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!