অভিযুক্ত শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ফেরত চাই

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০১৬, ১০:২৬ পিএম
অভিযুক্ত শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ফেরত চাই

স্পোর্টস ডেস্ক  

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এবার ফিফা অর্থ ফেরত চাওয়ার ঘটনা শোনা গেল! যা অঙ্কে প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলার  মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ও বিচারবিভাগীয় দফতরের কাছে ফিফার নব নির্বাচিত এগজিকিউটিভ কাউন্সিল এই টাকা ফেরত চেয়ে আবেদন করেছে।

মার্কিন গোয়েন্দা বিভাগের হিসাব অনুযায়ী ফিফার ৪১জন শীর্ষ কর্তা ঘুষ কান্ডে অভিযুক্ত হয়েছেন। যাদের মধ্যে আছেন চাক ব্লেজার, জ্যাক ওয়ার্নার, জেফ্রি ওয়েবের মতো শীর্ষ কর্তারা।

গত বছর মে মাস থেকে মার্কিন গোয়েন্দা ও সুইজারল্যান্ডের বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে এসেছিল ফিফার আর্থিক দূর্নীতির খবর।
বিশ্বফুটবলের নিয়ামক সংস্থার নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ প্রসঙ্গে বলেন, ‘অভিযুক্ত কর্তারা ফিফার ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছে। এটাও জানা গিয়েছে যে, কীভাবে লাখ লাখ টাকা ফিফার তহবিল থেকে সরানো হয়েছে। অথচ, এই টাকা ফুটবলের উন্নয়নে খরচ করার কথা ছিল। আমরা সেই টাকা ফেরত চাই।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!