অনুশীলন শুরু করে আশার কথা শোনালেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ১০:০৫ এএম
অনুশীলন শুরু করে আশার কথা শোনালেন সাকিব

ঢাকা: এশিয়া কাপে আঙুলের চোট নিয়ে মাঝপথে দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর দেশে ফিরে হাসপাতালে ভর্তি হন সাকিব আল হাসান। তারপর চলে যান অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে।

দীর্ঘ বিরতি দিয়ে বুধবারই প্রথম অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম দিন শুধু স্পিন বলেই অনুশীলন করেছেন। খেলেছেন শুধু বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশি আর নাজমুল ইসলামের বল।

অনুশীলন করে কেমন অনুভব করেছেন সেটি সাকিব জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তাঁর ভাষায়, ‘স্পিন দিয়ে ধীরে ধীরে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন বলের গতি বাড়বে, বল খেলার সংখ্যা বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায় দাঁড়ায়। প্রথম দিন হিসেবে বলব, অনেক ভালো।’

আশার কথাই শোনালেন সাকিব। আজ-কাল থেকে শুরু করবেন ফিল্ডিং ও বোলিং। তাহলে সাকিবকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আশা করা যায়? বিষয়টি তিনি সময়ের ওপরই ছেড়ে দিলেন,‘একটু সময় লাগবে। সব একবারে শুরু করা সম্ভব হবে না। উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।’

সাকিবের মতো চোটে পড়েছিলেন তামিম ইকবালও। বাঁ-হাতী এ ওপেনার এশিয়া প্রথম ম্যাচেই চোট পান। তবে সাকিবের আগেই শুরু করেন অনুশীলন। কিন্তু আচমকাই আবার তামিম চোট পান পাঁজরে। যেটা তাঁকে উইন্ডিজ সিরিজে সংশয়ে ফেলে দিয়েছে। এ জন্য খারাপ লাগছে সাকিবের। তিনি বলছেন, ‘কেউ খেলতে না পারলে দলের জন্য নেতিবাচক ব্যাপার। কিন্তু আমি আশা করব ও যেন প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যায়। দেখা যাক ফিজিও ওর বিষয়ে কী বলে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!