সাকিবদের মোকাবেলায় প্রস্তুত ব্রাফেট

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০৬:০০ পিএম
সাকিবদের মোকাবেলায় প্রস্তুত ব্রাফেট

ফাইল ছবি

ঢাকা: ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে পরাজিত করেছে বাংলাদেশ। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বড় ব্যবধানে পরাজয়ের পর স্পিনারদের কল্যাণে ঢাকা টেস্টে ২১৮ রানে জিতে সিরিজ ড্র করেছে টাইগাররা। তবে সাকিব আল হাসানদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কার্লোস ব্রাফেট। বৃহস্পতিবার চট্ট্রগামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

গত জুলাইয়ে নিজ মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় ফেবারিট হিসেবে সিরিজ শুরু করবে সফরকারীরা। তবে প্রথম টেস্টের আগে সতর্ক উচ্চারণ করে ব্রাফেট বলেন স্বাগতি হওয়ায় বাংলাদেশ বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি এখানে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে। সিরিজটা খুব সহজ হবে না। অবশ্যই নিজ মাঠে বাংলাদেশ খুব ভাল দল। তবে এ চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।’

বাংলাদেশী পেসারদের সাথে ইনজুরি থেকে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান তার দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে স্বীকার করেন জেসন হোল্ডারের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা ব্রাফেট। ব্রাফেট বলেন, ‘আমরা ধীরগতির পিচ আশা করছি। এখানে স্বাভাবিক পিচ দেখছি। দেখা যাক কি হয়।’

ভারত সফরে যাচ্ছেতাইভাবে পরাজিত হলেও এখানের প্রস্তুতি খুশি এ ওপেনিং ব্যাটসম্যান। ভারত সফরে টেস্ট ফর্মেটে ২-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ হওয়ার আগে ৩-১ ব্যবধানে ওয়ানডে ও ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাফেট বলেন, ‘আমরা ভারত সফর শেষে এখানে এসেছি। সুতরাং প্রথম টেস্টের প্রস্তুতির জন্য সেটা খুবই ভাল হয়েছে বলে আমি মনে করি। এখানকার কন্ডিশন প্রায় একই তাই এটা খুবই ভাল হবে। মূল বিষয় হচ্ছে এখানের উইকেটও প্রায় একই ধরনের।’

ঢাকাতে আগামী ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!