আজ মিরাজ হবেন ‘মিনারা’, সৌম্য হবেন ‘নমিতা’

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০৯:৩৭ এএম
আজ মিরাজ হবেন ‘মিনারা’, সৌম্য হবেন ‘নমিতা’

ঢাকা: মাঠের বাইরে এবার পদ্মাপাড়ের দল রাজশাহী কিংসের কার্যক্রমগুলো বেশ অভিনব। টুর্নামেন্টের আগে ফ্রাঞ্চাইজিটি আয়োজন করেছিল নৌ বিহারের। নৌ বিহার শেষে হাতিরঝিলের মুক্তমঞ্চে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয় অধিনায়ক হিসেবে। এবার আরেকটি অন্যরকম উদ্যোগ নিয়েছে রাজশাহী। যা আগে কোনও দলই নেয়নি।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহীর খেলোয়াড়েরা মাঠে নামবেন মায়ের নামে জার্সি পরে। অধিনায়ক মিরাজের জার্সিতে লেখা থাকতে তাঁর মায়ের নাম- ‘মিনারা’। সৌম্য সরকারের জার্সিতে থাকবে তাঁর মায়ের নাম ‘নমিতা’। কোচ ল্যান্স ক্লুজনারের জার্সির পেছনে লেখা থাকবে ‘ডন’।

মায়ের নাম নিয়ে খেলবেন বলে ভীষণ রোমাঞ্চিত মিরাজ। তিনি বলছেন, ‘মায়ের নাম নিয়ে খেলাটা হবে নতুন অভিজ্ঞতা। মায়ের জন্য কিছু করাটা বিশেষ কিছু হবে আমাদের। আমরা ম্যাচটা জিততে চাই এবং মায়েদের উৎসর্গ করতে চাই।’

এবারের বিপিএলে এখনও নিষ্প্রভ সৌম্য সরকার। বলার মতো কোনও ইনিংস আসেনি তাঁর উইলো থেকে। তাই স্বাভাবিকভাবেই মন খারাপ সৌম্যর। তবে মা ‘নমিতা’ নামের জার্সি পড়ে দারুন কিছু উপহার দিতে চান তিনি,‘দেশে এটাই প্রথম। সব সময়ই ডাক নাম অথবা অফিশিয়াল নাম ব্যবহার করি জার্সিতে।এবার এমন কিছু হবে যেটা আগে ভাবিনি। সব সময়ই বলি আমরা আমাদের মায়েদের প্রতি ম্যাচ উৎসর্গ করতে চাই। এখন হচ্ছে আসল সময় মায়েদের উদ্দেশে একটা ম্যাচ উৎসর্গ করার। মায়েদের গর্বের মুহূর্ত এনে দেওয়ার এই তো সুযোগ।’

রাজশাহীর খেলোয়াড়েরা কী পারবেন তাঁদের মায়েদের মুখে হাসি ফোটাতে? অবশ্য এ জন্য তাদের যে সেরাটাই নিংড়ে দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ টুর্নামেন্টে এখনও ঢাকা ডায়নামাইটস অপরাজিত দল। কেউই তাদের হারাতে পারেনি। কে জানে, নতুন জার্সিতে আজই হয়তো মিরাজের দল অন্যরকম কিছু ঘটিয়ে ফেলতে পারেন!


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!