লিভারপুলকে আটকে দিল ওয়েস্ট হ্যাম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ১০:৫৭ এএম
লিভারপুলকে আটকে দিল ওয়েস্ট হ্যাম

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থেকেই দাপট দেখাচ্ছিল লিভারপুল। কিন্তু এবার হঠাৎ করেই পথ হারাল দলটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আটকে দিয়েছে লিভারপুলকে।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এর আগে ওয়েস্ট হ্যাম ও লেস্টার সিটির সঙ্গে ড্র করেও পয়েন্ট হারিয়েছে লিভারপুল।

সোমবার খেলায় দাপট থাকলেও ফিনিশিংয়ের অভাবটাই চোখে পড়ছিল লিভারপুলের। এর মধ্যে অবশ্য ২২ মিনিটে এগিয়ে যায় তারা। তবে এই গোলটি নিয়ে প্রশ্ন উঠেছে। জেমস মিলনারের করা পাস থেকে করা সাদিও মানের গোলটি পরিস্কার অফসাইড ছিল।

অবশ্য ২৮ মিনিটেই সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। সতীর্থ ফেলিপে আন্দেরসনের  পাসে বল পেয়ে গোল করেন মিশাইল আন্তোনিও।

এরপর মোহাম্মদ সালাহ’রা অনেক চেষ্টা করলেও নিশানা খুঁজে পাননি! এই ড্রয়ে ২৫ ম্যাচে লিভারপুলের অর্জন ৬২ পয়েন্ট। এখনো শীর্ষেই আছে দলটি। এরপরই ৫৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি। তৃতীয়স্থানে টটেনহ্যাম হটসপার (৫৭ পয়েন্ট)। ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!